ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

আড়াইহাজারে গার্মেন্টস শ্রমিকের আত্মহত্যা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০২১
আড়াইহাজারে গার্মেন্টস শ্রমিকের আত্মহত্যা প্রতীকী ছবি

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের আড়াইহাজারে সৎ মায়ের সঙ্গে অভিমান করে আনিকা (১৫) নামে এক গার্মেন্টস শ্রমিক আত্মহত্যা করেছে।

বুধবার (১০ ফেব্রুয়ারি) সকালে উপজেলার ব্রাহ্মন্দী ইউনিয়নের নরিন্দী গ্রামে এ ঘটনা ঘটে।

আনিকা ওই গ্রামের ইব্রাহীমের মেয়ে।

বুধবার ভোরে সৎ মায়ের সঙ্গে পারিবারিক বিষয় নিয়ে কথা কাটাকাটি হয় আনিকার। এক পর্যায়ে সকাল ৮টায় যখন বাড়িতে কেউ ছিল না, তখন নিজ ঘরের আড়ার সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন। পরে স্বজনরা ঘটনাটি থানা পুলিশকে জানালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঝুলন্ত অবস্থায় আনিকার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ মর্গে পাঠায়।

ব্যাপারে আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম জানান, থানায় একটি অপমৃত্যুর (ইউডি) মামলা হয়েছে। ময়নাতদন্তের পর বিস্তারিত জানা যাবে।

বাংলাদেশ সময়: ১৮৫২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০২১
এমআরপি/এফএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।