ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

নোয়াখালীতে মাদক ব্যবসায়ীর ১৫ বছরের কারাদণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০২১
নোয়াখালীতে মাদক ব্যবসায়ীর ১৫ বছরের কারাদণ্ড

নোয়াখালী: নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় একটি মাদক মামলায় নেয়ামত উল্যাহ নামে এক কারবারিকে ১৫ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

বুধবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে জেলা জজ আদালতের বিচারক সালেহ উদ্দিন আহমদ এ রায় দেন। দণ্ডপ্রাপ্ত আসামি নেয়ামত উল্যা বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী পৌরসভার হাজীপুর এলাকার বাচ্চু মিয়ার ছেলে।

আদালত সূত্র জানায়, ২০১৮ সালের ২৬ নভেম্বর বেগমগঞ্জ উপজেলার রসুলপুরে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে আসামি নেয়ামতকে আটক করে। পরে তার সঙ্গে থাকা ব্যাগে তল্লাশি করে ৫ হাজার ৮০০ পিস ইয়াবা উদ্ধার করে পুলিশ।

এ ঘটনায় তার বিরুদ্ধে বেগমগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়। গত ২০১৯ সালে মামলায় নেয়ামতকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করে পুলিশ। দীর্ঘ দুই বছরের বেশি সময় আদালত ৬ জন সাক্ষীর সাক্ষ্য শেষে আসামির বিরুদ্ধে অভিযোগের সত্যতা পায়। বুধবার দুপুরে শুনানি শেষে তাকে ১৫ বছরের সশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ড দেন আদালত।

আদালতে রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনাকারী পাবলিক প্রসিকিউটর (পিপি) গুলজার আহমেদ জুয়েল।

বাংলাদেশ সময়: ১৮১২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০২১
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।