ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

পি কে হালদারের ৭ সহযোগীকে বৃহস্পতিবার জিজ্ঞাসাবাদ করবে দুদক

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০২১
পি কে হালদারের ৭ সহযোগীকে বৃহস্পতিবার জিজ্ঞাসাবাদ করবে দুদক ...

ঢাকা: সাড়ে তিন হাজার কোটি টাকা আত্মসাৎ ও অর্থ পাচারের অভিযোগে পি কে হালদারের ৭ সহযোগীকে বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) জিজ্ঞাসাবাদের করবে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বুধবার (১০ ফেব্রুয়ারি) দুদক সূত্রে এতথ্য জানা গেছে।

জানা যায়, দুদকের উপ-পরিচালক ও অনুসন্ধান কর্মকর্তা গুলশান আনোয়ার প্রধানের নেতৃত্বে একটি টিম সংস্থাটির প্রধান কার্যালয় সেগুনবাগিচায় তাদের জিজ্ঞাসাবাদ করবেন।

যে সাতজনকে জিজ্ঞাসাবাদ করা হবে তারা হলেন- আর বি এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী রতন কুমার বিশ্বাস, আর্থস্কোপ লিমিটেডের এমডি প্রশান্ত দেউরি, পরিচালক মোস্তাফিজুর রহমান, নিউট্রিক্যাল লিমিটেডের চেয়ারম্যান স্বপন কুমার মিস্ত্রি, ওয়াকামা লিমিটেডের চেয়ারম্যান সুব্রত দাস, পরিচালক সুভ্রা রাণী ঘোষ ও পরিচালক তোফাজ্জ্বল হোসেন।

এর আগে গত ৪ ফেব্রুয়ারি দুদকের উপ-পরিচালক ও অনুসন্ধান কর্মকর্তা গুলশান আনোয়ার প্রধানের স্বাক্ষরিত পৃথক নোটিশে ১১ ও ১২ ফেব্রুয়ারি ১৪ জনকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়।

দুদক সূত্রে জানা গেছে, ১১ ও ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৯টা থেকে দুপুর আড়াইটার মধ্যে নির্ধারিত সময়ে এই ১৪ জনকে রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে উপস্থিত হতে নোটিশে বলা হয়েছে।  

তাদের মধ্যে সাত জনকে ১১ ফেব্রুয়ারি তলব করা হয়।

অপর সাত জনকে ১২ ফেব্রুয়ারি জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়েছে।

এরা হলেন- কোলাসিন লিমিটেডের এমডি উত্তম কুমার মিস্ত্রি, চেয়ারম্যান অতশী মৃধা, হাল ইন্টারন্যাশল লিমিটেডের এমডি সুস্মিতা সাহা, জি অ্যান্ড জি এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী গোপাল চন্দ্র গাঙ্গুলী, দ্রিনান এ্যাপারেলেসের এমডি মোহাম্মদ আবু রাজিন মারুফ, কণিকা এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী রাম প্রসাদ রায় ও ইমেক্সোর স্বত্বাধিকারী ইমাম হোসেন।

বাংলাদেশ সময়: ২০০৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০২১
এসএমএকে/এইচএডি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।