ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

মিরসরাইয়ে ট্রাকের ধাক্কায় পথচারী নিহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০২১
মিরসরাইয়ে ট্রাকের ধাক্কায় পথচারী নিহত

ফেনী: মিরসরাইয়ে ট্রাকের ধাক্কায় অমলম জুমদার (৭০) নামে এক পথচারী নিহত হয়েছেন।

বুধবার (১০ ফেব্রুয়ারি) সকাল ১১টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উপজেলার ঠাকুরদীঘি বাজারের এ দুর্ঘটনা ঘটে।

নিহত অমলম জুমদার দূর্গাপুর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের হরিহরপুর গ্রামের অমেশ মহাজন বাড়ির বাসিন্দা।

স্থানীয় প্রত্যক্ষদর্শী শিমুল বলেন, বুধবার সকালে অমল রাস্তার পাশ দিয়ে হেটে ইউনিয়ন পরিষদের যাচ্ছিলো। এসময় একটি ট্রাক তাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হয়। আহতাবস্থায় তাকে উদ্ধার করে মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

জোরারগঞ্জ হাইওয়ে পুলিশের ইনর্চাজ ফিরোজ হোসেন বলেন, সড়ক দুর্ঘটনার বিষয়ে আমরা কিছু জানি না। পুলিশের কাছে খবর আসেনি।

বাংলাদেশ সময়: ২০২০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০২১
এসএইচডি/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।