ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

নওগাঁ প্রেসক্লাবের সভাপতি বিশ্বজিৎ, জুয়েল সাধারণ সম্পাদক 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০২১
নওগাঁ প্রেসক্লাবের সভাপতি বিশ্বজিৎ, জুয়েল সাধারণ সম্পাদক 

নওগাঁ: নওগাঁ জেলা প্রেসক্লাবের ২০২১ সালের নির্বাচনে দৈনিক জনকণ্ঠের সাংবাদিক বিশ্বজিৎ সরকার মনি সভাপতি ও খবরপত্রের মোশারফ হোসেন জুয়েল সাধারণ সম্পাদক বিজয়ী হয়েছেন।

বুধবার (১০ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে এ নির্বাচনের নির্বাচনী কর্মকর্তারা প্রেসক্লাব ভবনে এ ফলাফল ঘোষণা করেন।

এছাড়া কার্যনির্বাহী কমিটিতে সহ-সভাপতি পদে আবু বক্কর সিদ্দিক ও সুলতান আলম মিলন, যুগ্ম সাধারণ সম্পাদক পদে শফিক ছোটন ও বেলায়েত হোসেন, অর্থ সম্পাদক পদে বাবুল আখতার রানা, দপ্তর সম্পাদক পদে হারুন-অর রশীদ চৌধুরী ও প্রচার সম্পাদক পদে মাসুদ রানা নির্বাচিত হয়েছেন।  

এছাড়া সদস্য পদে নবীর উদ্দিন, কায়েস উদ্দিন, রায়হান আলম, শফিকুল ইসলাম খোকন, আব্দুর রউফ রিপন ও খন্দকার আবদুর রউফ পাভেল নির্বাচিত হয়েছেন।

নির্বাচন পরিচালনা করেন নওগাঁ জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডের কমান্ডার বীর মুক্তিযোদ্ধা হারুন-অল-রশিদ। অপর দু'জন সদস্য হলেন জেলা তথ্য অফিসের উপ-পরিচালক আবু সালেহ মো. মাসুদুল ইসলাম ও নওগাঁ সদর উপজেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডের কমান্ডার বীর মুক্তিযোদ্ধা গোলাম সামদানী।

নির্বাচিত প্রতিনিধিরা এক বছরের জন্য দায়িত্বভার গ্রহণ করলেন।

বাংলাদেশ সময়: ২১৫২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০২১
এসআই


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।