ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

দুই যুগ ধরে বন্ধ থাকা রেল স্টেশন মেরামতের নির্দেশ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০২১
দুই যুগ ধরে বন্ধ থাকা রেল স্টেশন মেরামতের নির্দেশ

হবিগঞ্জ: ঢাকা-সিলেট রেলপথের হবিগঞ্জের সাটিয়াজুরি রেল স্টেশনটি প্রায় দুই যুগ ধরে বন্ধ রয়েছে। এ স্টেশনটি পুনরায় চালুর উদ্যোগ নিয়েছে সরকার।

স্টেশনটিকে আধুনিক মডেল স্টেশন হিসেবে মেরামতের জন্য রেলওয়ের মহাপরিচালককে নির্দেশ দেওয়া হয়েছে।

রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য গাজী মোহাম্মদ শাহনওয়াজ মিলাদের চিঠির পরিপ্রেক্ষিতে মন্ত্রণালয়টির সিনিয়র সচিব ড. সৈয়দা নওশীন পর্ণিনী গত ৭ ফেব্রুয়ারি এ নির্দেশ দেন। এতে সাটিয়াজুরী রেল স্টেশনটিকে আধুনিক মডেল স্টেশন হিসেবে মেরামত/সংস্কার করার বিষয়ে বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশক্রমে অনুরোধ করা হয়।

জানা গেছে, সরকার ঢাকা-সিলেট রেলপথে হবিগঞ্জের সাটিয়াজুরী রেল স্টেশনটি ১৯৯৮ সালে বন্ধের ঘোষণা দিলে এলাকার মানুষ আন্দোলনে নামেন। আন্দোলনের মুখে বন্ধের সিদ্ধান্ত স্থগিত রাখা হলেও পরের বছরই পুনরায় বন্ধ করে দেওয়া হয়। এতে এলাকার শতাধিক গ্রামের মানুষ দুর্ভোগে পড়েন।

দীর্ঘ ২২ বছর বন্ধ থাকায় স্টেশনটিতে থাকা সরকারি সম্পত্তি ক্ষতিগ্রস্ত হয়েছে। এখন শুধু জরাজীর্ণ একটি ভবনই রয়েছে সাটিয়াজুরীতে। স্টেশনটি পুনরায় চালুর উদ্যোগ নেওয়ায় স্থানীয়রা আনন্দিত।

হবিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য গাজী মোহাম্মদ শাহনওয়াজ মিলাদ বাংলানিউজকে বলেন, এ স্টেশনটি চালু করা স্থানীয়দের প্রাণের দাবি। সেজন্যই সাটিয়াজুরী রেল স্টেশনকে আধুনিক মডেল স্টেশন হিসেবে মেরামতের উদ্যাগ নেওয়া হলো।

বাংলাদেশ সময়: ২২০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০২১
এসআই
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।