ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

নারায়ণগঞ্জে মসজিদ-মাদরাসা রক্ষায় আইভীর বিরুদ্ধে সমাবেশ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০২১
নারায়ণগঞ্জে মসজিদ-মাদরাসা রক্ষায় আইভীর বিরুদ্ধে সমাবেশ নারায়ণগঞ্জে ওলামা পরিষদের সমাবেশ

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের ডিআইটি কেন্দ্রীয় জামে মসজিদ ও চাষাঢ়ায় বাগে জান্নাত জামে মসজিদ মাদরাসার জায়গায় সিটি করপোরেশনের হস্তক্ষেপের প্রতিবাদে এবং নগরজুড়ে মসজিদ-মাদরাসা রক্ষায় সমাবেশ করেছে ওলামা পরিষদ।

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন কর্তৃক মাসদাইর কবরস্থান হাফিজিয়া মাদরাসা বিলুপ্তির প্রতিবাদেও এ সমাবেশ আহ্বান করা হয়।

শুক্রবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে জুমার নামাজের পর বাগে জান্নাত মসজিদের সামনে অনুষ্ঠিত সমাবেশে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীকে কড়া হুঁশিয়ারি দেন বক্তারা। অন্যথায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশন ঘেরাও করার ঘোষণা দেন তারা।

ওলামা পরিষদের নেতারা বলেন, মাদরাসা ভেঙে পার্ক কেন করতে হবে? শহরে কি আর জায়গা নেই? জনগণের সিদ্ধান্তের বিরুদ্ধে এ ধরনের কাজ কেন মেয়র করবেন? যারা মসজিদ ও মাদরাসায় হস্তক্ষেপ করে তাদের পরিণাম কখনো ভালো হয় না।

বক্তারা বলেন, হকারদের ধাওয়া খেয়ে আপনি (মেয়র আইভী) চিৎপটাং হয়ে গেছেন। তৌহিদি জনতাকে খেপাবেন না। আপনি ও আপনার পরিবার সনাতন ধর্মাবলম্বীদের জিউস পুকুর দখল করেছেন, সেটি ছেড়ে দেন। আমরা সনাতন ধর্মাবলম্বীদের বলবো—আপনারা এগিয়ে যান, আমরা আপনাদের সাথে আছি। মেয়র এসব করবেন না, সামনে নির্বাচন। এসব করলে নারায়ণগঞ্জের প্রতিটি অলিগলি থেকে আওয়াজ আসবে—আইভীকে ঠেকাও, আইভীকে হটাও।

ওলামা পরিষদ নারায়ণগঞ্জ মহানগরের সাধারণ সম্পাদক মুফতি হারুন অর রশিদ বলেন, মেয়র আপনি কোন ধর্মের সেটি আগে ঠিক করেন। মসজিদ ভাঙবেন, মাদরাসা ভাঙবেন—এসব হবে না। প্রয়োজনে আমরা কঠোর আন্দোলন ঘোষণা করব।


ওলামা পরিষদের সহ-সভাপতি মাওলানা কামাল বলেন, আপনি (মেয়র আইভী) মসজিদ-মাদরাসা নিয়ে খেলবেন না। খেলতে আমরাও পারি। মসজিদ-মাদরাসা রক্ষার লড়াইয়ে মাওলানা ফেরদাউস ও আব্দুল আওয়াল একা নন, তাদের সঙ্গে আছে লাখো তৌহিদি জনতা। এবার আইভীকে বুড়িগঙ্গায় পাঠাবে ওলামা পরিষদ।

ওলামা পরিষদের সমন্বয়ক ও মহানগর ওলামা পরিষদের সভাপতি মাওলানা ফেরদাউসুর রহমান বলেন, আমার কাছে অনেক ফোন আসছে—অনেক মামলা খেয়েছেন, আরও খাবেন। আমি তো জেলও খেটেছি, এসব ভয় দেখাবেন না।

সিটি মেয়র আইভীকে উদ্দেশ্য করে মাওলানা ফেরদাউসুর রহমান বলেন, আমি চ্যালেঞ্জ করলাম এই মসজিদ-মাদরাসায় আপনি হাত দিতে পারবেন না। যদি হাত দেন তাহলে পুরো নারায়ণগঞ্জবাসীকে সঙ্গে নিয়ে আপনাকে মোকাবিলা করা হবে। কোনো ব্যক্তির পক্ষে না থেকে সাংবাদিক ভাইরা মসজিদ-মাদরাসার পক্ষে থাকুন। এখানে পার্ক হলে কি তিনি এসে বাদাম খাবেন নাকি জনগণ আসবে? জনগণ তো মসজিদ-মাদরাসা ভেঙে পার্ক চায় না। মাদরাসার জায়গা ছেড়ে দেন, এই মাদরাসার জায়গা মেয়রের বাবার না। জনগণ যে সিদ্ধান্ত নেবে সেটাই বাস্তবায়ন হবে।

তিনি আরও বলেন, হিন্দুদের খেপিয়েছেন। হাটহাজারী মাদরাসার পাশে একটি কালীমন্দির আছে। যখন মাদরাসায় মিছিল হয় তখন আমাদের ছেলেরা আগে মন্দির পাহারা দেয়। আর তাই আপনি কাউকে ভুল বুঝাতে পারবেন না। আপনি ডিআইটি হুজুরকে ফোন দেন, হস্তক্ষেপ করতে চান। আমরা কারো লোক নই, আল্লাহর লোক। আপনার সাথে খেলতে চাই, আপনার সাথে ওপেন খেলা হবে। সিটি-মিটি বুঝি না, জনগণের বাইরে গেলে আপনাকে উচিত জবাব দেওয়া হবে।

হেফাজতে ইসলাম নারায়ণগঞ্জ জেলার সাধারণ সম্পাদক মুফতি বশির উলাহ বলেন, মেয়রকে আহ্বান জানাই গড়ার দৃষ্টি নিয়ে আসেন, ভাঙার নয়। জনগণের দাবি—এখানে মসজিদ আছে, থাকবে এবং জনগণের প্রতিনিধি হিসেবে আপনাকে এই দাবি মেনে নিতে হবে। যদি না মানেন তাহলে কী করতে হবে সেটি সময় জবাব দেবে।

বাংলাদেশ সময়: ১৬১৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০২১
এমজেএফ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।