ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

ভাণ্ডারিয়া প্রেসক্লাবের সভাপতি মিরাজ, সা. সম্পাদক মিলন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০২১
ভাণ্ডারিয়া প্রেসক্লাবের সভাপতি মিরাজ, সা. সম্পাদক মিলন মো. মিরাজুল ইসলাম মিরাজ ও মো. শফিকুল ইসলাম মিলন

পিরোজপুর: পিরোজপুরের ভাণ্ডারিয়া প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে মো. মিরাজুল ইসলাম মিরাজ (দৈনিক পিরোজপুর কন্ঠ) সভাপতি ও মো. শফিকুল ইসলাম মিলন (দৈনিক যুগান্তর, এটিএন বাংলা ও এটিএন নিউজ) সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

 

শুক্রবার (১২ ফেব্রুয়ারি) এ নির্বাচন অনুষ্ঠিত হয়। সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।   

এছাড়া এ কমিটির সহ-সভাপতি হিসেবে মো. হাসান ইমাম পান্না (দৈনিক খবরপত্র) মো. রিয়াজ মাহামুদ মিঠু (দৈনিক মানবকন্ঠ), সহ-সাধারণ সম্পাদক মো. মামুন হোসেন (দৈনিক নয়াদিগন্ত), কোষাধ্যক্ষ মো. আবুল কালাম আজাদ (দৈনিক দেশের কন্ঠ), তথ্য ও প্রকাশনা সম্পাদক মো. আল-আমিন (দৈনিক সংবাদ সকাল) দপ্তর ও পরিসম্পদ সম্পাদক মো. মনির হোসেন কাজী (দৈনিক জনতা)।  

কার্যনির্বাহী সদস্যরা হলেন-মো. বেলায়েত হোসেন মুন্সি, মো. লোকমান হোসেন, মো. বশির উদ্দিন, মো. শহিদুল ইসলাম, মো. শহিদুল ইসলাম মল্লিক, মো. সুমন মল্লিক, মো. মাসুম বিল্লাহ নির্বাচিত হয়েছেন।   

ওই নির্বাচনের নির্বাচন কমিশনার আব্দুল্লাহ মাহমুদ বাংলানিউজকে ওই নির্বাচনের ফলাফল জানিয়ে বলেন, এ নির্বাচনে সাহিত্য, সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক মো. শাহজাহান হোসেন (দৈনিক আমাদের বারিশাল) ও মো. তরিকুল ইসলাম (৭১টিভি) উভয়েই ১৬ ভোট করে পেয়ে ফলাফল অমীমাংসিত রয়েছে।  

উল্লেখ্য, এর আগে কমিটিতেও সভাপতি মো. মিরাজুল ইসলাম মিরাজ ও মো. শফিকুল ইসলাম মিলন সাধারণ সম্পাদক ছিলেন।

বাংলাদেশ সময়: ১৮১০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০২১
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।