ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

বেনাপোল ইমিগ্রেশনে ১ সপ্তাহ ধরে থার্মাল স্ক্যানার অচল!

উপজেলা করেসপন্ডেট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০২১
বেনাপোল ইমিগ্রেশনে ১ সপ্তাহ ধরে থার্মাল স্ক্যানার অচল! থার্মাল স্ক্যানার

বেনাপোল (যশোর): দেশের বৃহত্তর স্থলবন্দর বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনে এক সপ্তাহ ধরে অচলাবস্থায় পড়ে আছে থার্মাল স্ক্যানার। এতে পাসপোর্ট যাত্রীদের মাধ্যমে চোরাচালান হওয়ার সুযোগ রয়েছে।

শুক্রবার (১২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বেনাপোল চেকপোস্ট কাস্টমসের রাজস্ব কর্মকর্তা শারমিন জাহান বাংলানিউজকে স্ক্যানার অচলের বিষয়টি নিশ্চিত করেন।

এদিকে বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনে গিয়ে দেখা যায়, দুইটি থার্মাল স্ক্যানারের মধ্যে একটি অচল হয়ে পড়ে আছে। আর যেটা সচল রয়েছে, সেটি দিয়েই চলছে ভারতে যাওয়া-আসা পাসপোর্ট যাত্রীদের ব্যাগেজ তল্লাশির কাজ।

থার্মাল স্ক্যানার

ভারত থেকে আসা বাংলাদেশি পাসপোর্ট যাত্রীরা বাংলানিউজকে জানান, ইমিগ্রেশনের  থার্মাল স্ক্যানার নষ্ট থাকায় ব্যাগেজ তল্লাশির জন্য তাদের দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে। এতে করে তাদের ভোগান্তি পোহাতে হচ্ছে।

বেনাপোল চেকপোস্ট কাস্টমসের রাজস্ব কর্মকর্তা শারমিন জাহান বাংলানিউজকে বলেন, কাস্টমসের তল্লাশি কেন্দ্রে দুইটি থার্মাল স্ক্যানার দিয়ে পাসপোর্ট যাত্রীদের ব্যাগেজ তল্লাশির কাজ করা হয়ে থাকে। এর মধ্যে গত ০৫ ফেব্রুয়ারি হঠাৎ করে একটি স্ক্যানার নষ্ট হয়ে যায়। ফলে ভাততে যাওয়া-আসা পাসপোর্ট যাত্রীদের ব্যাগেজ একটি স্ক্যানার দিয়েই তল্লাশি করা হচ্ছে। তবে বিষয়টি আমরা ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানিয়েছি, শিগগিরই এ সমস্যার সমাধান হবে।  

বাংলাদেশ সময়: ২১৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০২১
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।