ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

এক্সরেকক্ষে নারী রোগীর শ্লীলতাহানি, টেকনোলজিস্ট আটক

ডিস্ট্রিক্ট করেসপনডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪০৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০২১
এক্সরেকক্ষে নারী রোগীর শ্লীলতাহানি, টেকনোলজিস্ট আটক

জামালপুর: জামালপুরের বকশীগঞ্জে একটি বেসরকারীরি ক্লিনিকের এক্সরেকক্ষে নারী রোগীর শ্লীতাহানির অভিযোগে শেখ ফরিদ (২৮) নামে এক টেকনোলজিস্টকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (১২ ফেব্রুয়ারি) বিকেলে বকশীগঞ্জ মালীবাগ মোড় এলাকায় ডা. আব্দুল গনি হেলথ কমপ্লেক্সে এ ঘটনা ঘটে।

শেখ ফরিদ শেরপুর সদর উপজেলা বটতলা চৈতনখোলা গ্রামের সুরুজ আলীর ছেলে। তিনি বকশীগঞ্জে ডা. আব্দুল গণি হেলথ কমপ্লেক্সে এক্সরে টেকনোলজিস্ট হিসেবে কর্মরত।

ঘটনার শিকার নারী রোগী জানান, দীর্ঘদিন কোমরের ব্যথায় ভুগছিলেন। চিকিৎসার জন্য বকশীগঞ্জ মালীবাগ মোড়ে অবস্থিত ডা. আব্দুল গণি হেলথ কমপ্লেক্সে যান। চিকিৎসক তাকে এক্সরে করার নির্দেশ দিলে নির্দিষ্ট টাকা জমা দিয়ে এক্সরেকক্ষে প্রবেশ করেন।  

এসময় এক্সরেকক্ষে অপেক্ষামাণ টেকনোলজিস্ট ফরিদ দরজা বন্ধ করে তার শ্লীতাহানির চেষ্টা করেন। পরে তার চিৎকারে বাইরে অপেক্ষামাণ স্বামী গিয়ে প্রতিবাদ করলে তাকে ও তার স্বামীকে মারধর করে ক্লিনিকের একটি কক্ষে আটকে রাখে।

পরে পুলিশের বিশেষ সেবা ৯৯৯ ফোন দিয়ে অভিযোগ জানালে বকশীগঞ্জ থানা পুলিশ ওই নারী রোগী ও তার স্বামীকে উদ্ধার করে। এসময় শ্লীলতাহানির অভিযোগে এক্সরে টেকনোজিস্ট শেখ ফরিদকে আটক করে পুলিশ।

বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম সম্রাট রাতে বাংলানিউজ জানান, নারী রোগীর অভিযোগের ভিত্তিতে একজনকে আটক করা হয়েছে। এ বিষয়ে নারী ও শিশু নির্যাতন আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।  

বাংলাদেশ সময়: ০৪০১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০২১
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।