ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

টেকনাফে অপহৃত আরও ২ রোহিঙ্গা নেতাকে উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০২১
টেকনাফে অপহৃত আরও ২ রোহিঙ্গা নেতাকে উদ্ধার

ককাসবাজার: কক্সবাজারের টেকনাফের উনচিপ্রাং ২২ নম্বর শরণার্থী শিবির থেকে অপহৃত পাঁচ রোহিঙ্গা নেতার মধ্যে বাকি দুইজনকেও উদ্ধার করতে সক্ষম হয়েছে আমর্ড ফোর্স ব্যাটালিয়ান (এপিবিএন)।

শুক্রবার (১২ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে বালুখালী ক্যাম্প এলাকা থেকে তাদের উদ্ধার করা হয়।

এরাসহ অপহৃত পাঁচ রোহিঙ্গা মাঝিকে উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন ১৬ এপিবিএনএর অধিায়ক তারিকুল ইসলাম।

শুক্রবার রাতে উদ্ধারকৃতরা হলেন ২২ ক্যাম্পের বি-২ ব্লকের নাজর হোসেনের ছেলে হেড মাঝি মো. রফিক (৪২) একই ক্যাম্পের সি ব্লকের হেড মাঝি আমান উল্লাহ (৪৫)।

এর আগে গত ১১ ফেব্রুয়ারি বিকালে উখিয়ার ১৪ নম্বর ক্যাম্পের হাকিমপাড়া থেকে  সেনাবাহিনীর সহযোগিতায় হেড মাঝি সাব্বির (৪২),  মো. ইউসুপ (৩২) ও আবু মুছাকে উদ্ধার করে এপিবিএন।

রোহিঙ্গা শিবিরে আইন-শৃংখলা রক্ষা ও নিরাপত্তার দায়িত্ব নিয়োজিত ১৬ এপিবিএনএর অধিায়ক তারিকুল ইসলাম বাংলানিউজকে জানান, গত বুধবার (১০ ফেব্রুয়ারি) দুপুর ২টার দিকে টেকনাফের উনচিপ্রাং ২২ নম্বর শরণার্থী শিবির থেকে পাঁচ রোহিঙ্গা নেতাকে সন্ত্রাসীরা অপহরণ করে নিয়ে যায়।  এদের মধ্যে তিনজনকে পরদিন এবং বাকি দুইজনকে শুক্রবার রাতে উদ্ধার করা হয়েছে।

বাংলাদেশ সময়: ০৯৪৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০২১
এসবি/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।