ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

বিএনপির গণঅনশন ঘিরে সতর্ক পুলিশ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০০ ঘণ্টা, নভেম্বর ২০, ২০২১
বিএনপির গণঅনশন ঘিরে সতর্ক পুলিশ বিএনপির গণঅনশন ঘিরে সতর্ক পুলিশ। ছবি: দেলোয়ার হোসেন বাদল

ঢাকা: রাজধানীর নয়াপল্টনে বিএনপি কার্যালয়ের সামনে দলটির গণঅনশন কর্মসূচী ঘিরে সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ। কেন্দ্রীয় কার্যালয় ও এর আশেপাশের এলাকাজুড়ে বাড়তি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে।

সংশ্লিষ্টরা বলছেন, বিএনপির গণঅনশন কর্মসূচীকে কেন্দ্র করে যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে সেজন্য বাড়তি পুলিশ সদস্য মোতায়েন রয়েছে। যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সতর্ক রয়েছে পুলিশ।

শনিবার (২০ নভেম্বর) সকাল ৯টায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে দিনব্যপী এ গণঅনশন কর্মসূচীর উদ্বোধন করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এর আগে সকাল ৮টা থেকেই দলীয় নেতাকর্মীরা গণঅনশন শুরু করেন।

সরেজমিনে দেখা গেছে, বিএনপির পল্টন কার্যালয়ের দুই পাশেই বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। প্রস্তুত রাখা হয়েছে সাজোয়া যান, জলকামান ও কাভার্ডভ্যান।

এছাড়া, আশেপাশের এলাকা নাইটিঙ্গেল মোড়, বিজয়নগর, পুরানা পল্টন মোড়, ফকিরাপুল এলাকায় সতর্ক অবস্থানে বাড়তি পুলিশ সদস্যের উপস্থিতি দেখা গেছে।

পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাউদ্দিন মিয়া জানান, বিএনপির কর্মসূচীকে কেন্দ্র করে কোনো ধরনের বিশৃঙ্খলা বা অপ্রীতিকর পরিস্থিতি মোকাবেলায় পুলিশ প্রস্তুত রয়েছে।

সকালে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মোনাজাতের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে দিনব্যাপী গণঅনশন শুরু করে বিএনপি।

অনশন কর্মসূচিতে উপস্থিত আছেন স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, গয়েশ্বর চন্দ্র রায়, জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ এহসানুল হুদা, আমান উল্লাহ আমান, আবদুস সালাম, রুহুল কবির রিজভী, শহিদউদ্দিন চৌধুরী এ্যানি, রফিকুল আলম মজনু, আমিনুল হক, সাইফুল আলম নীরব, সুলতান সালাউদ্দীন টুকু, হাসান জাফির তুহিন, শহীদুল ইসলাম বাবুল, আফরোজা আব্বাস, আমিরুল ইসলাম আলিম,  শামীমুর রহমান শামীম, তাইফুল ইসলাম টিপু, ফজলুর রহমান খোকন, ইকবাল হোসেন শ্যামল, কাজী রওনকুল ইসলাম শ্রাবন, আমিনুর রহমান আমীন ও তানজিম হাসানসহ নেতা-কর্মীরা।

বাংলাদেশ সময়: ১১০০ ঘণ্টা, নভেম্বর ২০, ২০২১
পিএম/কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।