ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

‘প্রধানমন্ত্রী সব ধর্মের সহাবস্থান নিশ্চিত করেছেন’

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৫ ঘণ্টা, নভেম্বর ২০, ২০২১
‘প্রধানমন্ত্রী সব ধর্মের সহাবস্থান নিশ্চিত করেছেন’

খুলনা: ইউনাইটেড ইসলামী পার্টির উদ্যোগে খুলনায় ‘সাম্প্রদায়িক অপশক্তি জঙ্গিবাদ ও সন্ত্রাসের বিরুদ্ধে আলেম ওলামাদের করণীয়’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২০ নভেম্বর) দুপুরে খুলনা প্রেসক্লাবে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন পার্টি চেয়ারম্যান মাওলানা মোহাম্মদ ইসমাইল হোসাইন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পার্টির কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য অধ্যক্ষ মুফতি ইলিয়াস হোসেন।

সভায় বক্তারা বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতি নিয়ে দেশে যে ঘোলাটে পরিস্থিতি বিরাজ করছে, সেটা বিরোধীদলীয় অপশক্তির চক্রান্ত। দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি প্রতিষ্ঠায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নজিরবিহীন ভূমিকা রেখেছিলেন। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের মাধ্যমে এবং পরবর্তীকালে বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সব ধর্মের মানুষের সহাবস্থান নিশ্চিত করেছেন।

এ সময় সার্বিক পরিস্থিতি বিবেচনায় রেখে পার্টি চেয়ারম্যান কিছু প্রস্তাবনা তুলে ধরেন।

এর মধ্যে রয়েছে- অনতিবিলম্বে বিএনপি-জামায়াতের নেতাকর্মী এবং তাদের দোসরদের গ্রেফতার করা। মসজিদ, মন্দির, পূজামণ্ডপ ও ঈদগার মতো ধর্মীয় উপাসনালয়কে সিসিটিভি ক্যামেরার আওতায় আনা। কুমিল্লার ঘটনাকে কেন্দ্র করে যে কোনো পক্ষের প্রতিক্রিয়া বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর হওয়া।

এছাড়া ফেসবুকসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে বিএনপি-জামায়াত চক্র যে গুজব ছড়াচ্ছে তাদের ডিজিটাল নিরাপত্তা আইনের আওতায় এনে শাস্তি দেওয়া এবং দেশের সংবিধান অনুযায়ী কোনো সম্প্রদায় অপর সম্প্রদায়ের ধর্মীয় মূল্যবোধে আঘাত করলে আইনের আওতায় আনা।

সভায় আরও বক্তব্য রাখেন- প্রেসিডিয়াম সদস্য হাফেজ মুফতি মোস্তফা চৌধুরী, মো. শাহিন খান, মাওলানা মো. আব্দুর রহমান, মাওলানা মো. আবুল খায়ের জাকারিয়া, মাওলানা মো. নাছির উদ্দিন কাশেমি, মাওলানা মো. গোলাম কিবরিয়া, মাওলানা মো. রফিকুর রহমান, ক্বারি মোহাম্মদ ইমদাতসহ শীর্ষ স্থানীয় ওলামায়ে কেরাম ও পীর মাশায়েখরা।

বাংলাদেশ সময়: ১৬৫৫ ঘণ্টা, নভেম্বর ২০, ২০২১
এমআরএম/এনএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।