ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

রূপগঞ্জে রাইস মিলে আগুন, দগ্ধ ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৩ ঘণ্টা, নভেম্বর ২০, ২০২১
রূপগঞ্জে রাইস মিলে আগুন, দগ্ধ ২

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের রূপগঞ্জের রূপসীতে একটি অটো রাইস মিলে অগ্নিকাণ্ডে দুজন দগ্ধ হয়েছেন। শনিবার (২০ নভেম্বর) বিকেলে সিটি অটো রাইস মিলে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রথমে বয়লার বিস্ফোরণ ধারণা মনে করা হলেও আসলে তা নয় বলে জানান ফায়ার সার্ভিসের কর্মীরা।

তাৎক্ষণিকভাবে দগ্ধ দুজনের নাম জানা যায়। তাদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।

ফায়ার সার্ভিসের নারায়ণগঞ্জের উপপরিচালক তানহারুল ইসলাম জানান, অগ্নিকাণ্ডের ঘটনায় দুজন আহত হয়েছেন। আগুনে তেমন ক্ষয়ক্ষতি হয়নি। আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে এসেছে। এটি বয়লার বিস্ফোরণ নয়, হোয়েটের কারণে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে। আহত দুজনকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭১১ ঘণ্টা, নভেম্বর ২০, ২০২১
এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।