ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

পাহাড়ের উন্নয়নে নেতাকর্মীকে এক হয়ে কাজ করতে হবে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৭ ঘণ্টা, নভেম্বর ২০, ২০২১
পাহাড়ের উন্নয়নে নেতাকর্মীকে এক হয়ে কাজ করতে হবে

রাঙামাটি: পাহাড়ের উন্নয়নে তৃণমূল পর্যায়ের প্রতিটি নেতাকর্মীকে এক হয়ে কাজ করতে হবে বলে জানিয়েছেন খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি।

শনিবার (২০ নভেম্বর) সকালে বিলাইছড়ি উপজেলা এবং কাপ্তাই উপজেলা আওয়ামী লীগ থেকে নব নির্বাচিত ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও মেম্বাররা সৌজন্য সাক্ষাতকালে তিনি এ কথা বলেন।

দীপংকর তালুকদার বলেন, পার্বত্য অঞ্চলের উন্নয়নে আওয়ামী লীগ সরকার সব সময় মানুষের পাশে আছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা পাহাড়ের দুর্গম এলাকাগুলোতে উন্নয়নের ছোঁয়া পৌঁছে দিতে নির্দেশনা দিয়ে যাচ্ছেন। এরই ধারাবাহিকতা ধরে রাখতে ইউনিয়ন চেয়ারম্যান মেম্বারদের আরও বেশি মনোযোগী হতে হবে।

এ সময় রাঙামাটি জেলা পরিষদ সদস্য অংসুছাইন চৌধুরী, রেমলিয়ানা পংখোয়া, সদস্য দীপ্তিময় তালুকদার, বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাষ্টের ট্রাষ্টি জয়সেন তঞ্চঙ্গ্যা, কাপ্তাই ওয়াগ্যা ইউনিয়ন দু’বারের চেয়ারম্যান চিরঞ্জীব তঞ্চঙ্গ্যা, ফারুয়া ইউনিয়ন পরিষদের দুইবারের চেয়ারম্যান বিদ্যালাল তঞ্চঙ্গ্যাসহ অন্য নেতারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৭১৬ ঘণ্টা, নভেম্বর ২০, ২০২১
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।