ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

‘আ.লীগের তৃণমূলের নেতাকর্মীরা অভিমানী হয়, কিন্তু বেইমানি করে না’

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৮ ঘণ্টা, নভেম্বর ২০, ২০২১
‘আ.লীগের তৃণমূলের নেতাকর্মীরা অভিমানী হয়, কিন্তু বেইমানি করে না’

নোয়াখালী: আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, জাতীয় সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি বলেছেন, তৃণমূলের নেতাকর্মীরা অভিমানী হয়, কিন্তু বেইমানি করে না।

রাজনৈতিক কাঠামোতে তৃণমূলের নেতাকর্মীরাই দলের প্রাণ।

মাঠ পর্যায়ের কর্মীদের পরিশ্রমেই দল ক্ষমতা আসে। ঐহিত্যবাহী রাজনৈতিক দল আওয়ামী লীগ সবসময় তৃণমূলের নেতাকর্মীদের মূল্যায়ন করে।

শনিবার (২০ নভেম্বর) দিনব্যাপী নোয়াখালী জিলা স্কুল মাঠে জেলা আওয়ামী লীগের আয়োজনে নয়টি উপজেলা, আটটি পৌরসভা, বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের প্রায় ৫ হাজার সাংগঠনিক নেতার অংশগ্রহণে প্রতিনিধি সভায় জেলা আওয়ামী লীগের আহ্বায়ক অধ্যক্ষ খায়রুল আনম সেলিমের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে জাতীয় সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি একথা বলেন।

জেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক শহিদ উল্যাহ খান সোহেলের সঞ্চালনায় প্রতিনিধি সভায় আরও বক্তব্য দেন- মুজিব বাহিনীর বৃহত্তর নোয়াখালী কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মাহমুদুর রহমান বেলায়েত, সাবেক সংসদ সদস্য মোহাম্মদ আলী, প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী মো. জাহাঙ্গীর আলম, সংসদ সদস্য ওয়াসিকা আয়েশা খানম, এইচএম ইব্রাহিম, মামুনুর রশিদ কিরন, নুর উদ্দিন চৌধুরী নয়ন, ফরিদা খানম সাকী, আয়েশা ফেরদৌস।

আরও বক্তব্য রাখেন, কেন্দ্রীয় বাংলাদেশ আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক হারুনুর রশিদ, কৃষি ও সমবায় সম্পাদক বেগম ফরিদুন্নাহার লাইলী, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ড. সেলিম মাহমুদ, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত নন্দী রায়, জেলা পরিয়দের চেয়ারম্যান ডা. এবিএম জায়র উল্যাহ।

বাংলাদেশ সময়: ১৭৫৪ ঘণ্টা, নভেম্বর ২০, ২০২১
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।