ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

টিসিবির ট্রাক থেকে পণ্য কিনতে প্রতিদিনই বাকযুদ্ধ

শাকিল আহমেদ, স্টাফ ফটো করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৭ ঘণ্টা, নভেম্বর ২০, ২০২১
টিসিবির ট্রাক থেকে পণ্য কিনতে প্রতিদিনই বাকযুদ্ধ

ঢাকা: নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম ঊর্ধ্বগতি হওয়ার কারণে দরিদ্র জনগোষ্ঠীর অন্যতম ভরসার নাম হলো ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। তেল, চিনি, পেঁয়াজ, ডালসহ অধিকাংশ পণ্যের দাম কম থাকায় নিম্নআয়ের লোকজন প্রতিদিন ভিড় করে থাকেন টিসিবির ভ্রাম্যমাণ ট্রাকের সামনে।

 

প্রতিদিন রাজধানীর বিভিন্ন জায়গায় টিসিবির গাড়ি আসে সকাল ১০টার দিকে। কিন্তু যেসব এলাকায় প্রতিদিন টিসিবির ট্রাক আসে। ওই এলাকায় সকাল সাতটা থেকেই লাইন ধরে বসে থাকতে দেখা যায় অনেককে। ট্রাক আসার সঙ্গে সঙ্গেই দৌড়ে কার আগে কে দাঁড়াবে চলে প্রতিযোগিতা। আবার কেউ কেউ লাইনের বাইরে দাঁড়িয়ে থাকলে তাদের কেও তাড়িয়ে দেওয়া হয়। অনেক সময় হাতাহাতি-মারামারির ঘটনাও ঘটে।  

ভোক্তাদের জন্য সাশ্রয়ী মূল্যে সারা দেশে পণ্য বিক্রি শুরু করেছে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ। সকাল থেকেই এসব পণ্য সংগ্রহ করতে সাধারণ মানুষের দীর্ঘ লাইন দেখা গেছে। সকাল সাড়ে ১০টা থেকে রাজধানীর মিরপুর, খামারবাড়ি, কারওয়ানবাজার ও প্রেসক্লাব এলাকায় টিসিবির ট্রাক থেকে পণ্য বিক্রি করতে দেখা গেছে।

জানা গেছে, ভ্রাম্যমাণ ট্রাকে পেঁয়াজ, চিনির পাশাপাশি  ডাল ও সয়াবিন তেল বিক্রি করছে টিসিবি। তবে এসব এলাকায় ট্রাকের জন্য নিধারিত স্থানে ছিল মানুষের ভিড়। টিসিবির ভ্রাম্যমাণ ট্রাকে, প্রতিকেজি সয়াবিন তেল বিক্রি হয় ১১০ টাকা, চিনি ৫৫ টাকা, পেঁয়াজ প্রতি কেজি ৩০ টাকা, মসুর ডাল প্রতি কেজি ৬০ টাকা।

কিছু এলাকায় সকাল ১০টা থেকেই দীর্ঘক্ষণ সাধারণ মানুষকে অপেক্ষা করতে দেখা গেছে। ফলে অনেকেই বিরক্তি আর ক্ষোভ প্রকাশ করেছেন। এছাড়াও কেউ কেউ একাধিকবার পণ্য কিনে মজুদ করছেন বলে অভিযোগ করেন।

সরোজমিনে দেখা যায়, রেল ভবনের পাশে টিসিবির গাড়ি থেকে লাইনে দাঁড়িয়ে আছে অনেকে পণ্য কিনছেন। তাদের মধ্যে একজন বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত সুমন মিয়া বাংলানিউজকে বলেন, আমি সকালে এসেছি দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে যে পণ্য কিনতে পেরেছি তা যথেষ্ট নয়। টিসিবির ট্রাক থেকে যদি কমপক্ষে পাঁচ (৫) লিটার তেল দিও তাহলে লাইনে দাঁড়ানোটা সার্থকতা হতো।

এছাড়াও কথা হয় খাদিজা বেগম নামক একজন গৃহিনী সঙ্গে।

তিনি জানান, আমার স্বামী একজন রিকশাচালক উনি যা আয় করে তাদের সংসার চালাতে খুবই কষ্ট হয়। বাজারে জিনিসপত্রের দাম অনেক বেশি তাই এখান থেকে আমি টিসিবির মালামাল কিনতে আসছি। লাইনে দাঁড়িয়ে থাকা একটু কষ্ট হচ্ছে কিন্তু সেটা গায়ে লাগছে না। বাজারের থেকে একটু কম মূল্যে পাই তাই আমরা টিসিবির ভ্রাম্যমাণ ট্রাক থেকে পেঁয়াজ, ডাল , চিনি , তেল কিনতে আসি।

বাংলাদেশ সময়: ১৬৩৫ ঘণ্টা, নভেম্বর ২০, ২০২১
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।