ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

আমার নিজস্ব বাহিনী আছে, পুলিশ লাগবে কেন?

নিউজ ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৫ ঘণ্টা, নভেম্বর ২১, ২০২১
আমার নিজস্ব বাহিনী আছে, পুলিশ লাগবে কেন? ফাইল ফটো

প্রতিপক্ষকে ভয় দেখাতে পুলিশের দরকার নেই জানিয়ে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও পাবনা-১ আসনের সংসদ সদস্য শামসুল হক টুকু বলেছেন, তার নিজস্ব কর্মী বাহিনী রয়েছে।  

প্রতিপক্ষকে পুলিশের ভয় দেখানোর বিষয়ে শামসুল হক টুকু বলেন, ‘আমার তো কর্মী বাহিনীই আছে।

পুলিশ লাগবে কেন?’

বেড়া পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন শামসুল হক টুকুর ছেলে আসিফ শামস। এখানে বিদ্রোহী প্রার্থী টুকুর সহোদর আবদুল বাতেন এবং ভাইয়ের মেয়ে সাদিয়া ইসলাম। আবদুল বাতেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি এবং বর্তমানে বেড়া পৌরসভার মেয়র। সাদিয়া ইসলাম শামসুল হকের বড় ভাই বদিউল আলমের মেয়ে।

একই পরিবারের তিনজন মেয়র পদপ্রার্থী হওয়ায় বেড়া আওয়ামী লীগের নেতাকর্মীরা বিভক্ত হয়ে পড়েছেন। নিজের সন্তানকে ভোটে জেতানোর জন্য নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে এলাকায় অবস্থান করছেন শামসুল হক। তার বিরুদ্ধে প্রতিপক্ষের নেতাকর্মীদের হুমকি ও এলাকাছাড়া করার অভিযোগও উঠেছে।

একটি ভিডিওতে দেখা যায়, ইয়ামিন আলীকে ভয়ভীতি দেখাচ্ছেন শামসুল হক। আবদুল বাতেনের পক্ষ নেওয়ায় ইয়ামিনকে হুমকি দিয়ে শামসুল হক বলেন, ‘ওখানে যাবি না। তোগোরে পুলিশ দিয়ে মারতেও আমার ভয় লাগে, খারাপ লাগে। যে কয়টাকে মারবনে, চার-পাঁচটাকে... একটা আমিনুল, দেহিসনে কী অয়। ’ 

নারকেলগাছ প্রতীকের প্রার্থী আবদুল বাতেনের নির্বাচনী ক্যাম্পে না যেতে নির্দেশ দিয়ে শামসুল হক বলেন, ‘যাবি, না যাবি না? আজকে নৌকার মিছিল করবি। নৌকা হলো জাতির প্রতীক। ’

হুমকির বিষয়ে বিদ্রোহী প্রার্থী আবদুল বাতেন বলেন, ‘আমার কর্মী ও সমর্থকদের এলাকাছাড়া করার চেষ্টা করছেন সংসদ সদস্য ও তার পুত্র। এলাকায় তাদের জনসমর্থন নেই। তারা প্রশাসনিক ক্ষমতা ব্যবহার করে নির্বাচনে জয়ের চেষ্টা করছেন। ’ 

আচরণবিধি লঙ্ঘন করে নির্বাচনী এলাকায় অবস্থানের বিষয়ে শামসুল হক টুকু বলেন, নির্বাচন কমিশন আমাকে চিঠি দিয়ে বলেছে যে, ‘আমি যেন নির্বাচনী আচরণবিধি মেনে চলি, আর সম্ভব হলে যেন এলাকার বাইরে থাকি। ’ কিন্তু আমি তো এলাকার মানুষ, আমি যাবোটা কোথায়? আমি এখানকার ভোটার। আমি নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে কোনো কাজ করব না।

নিকটাত্মীয়দের বিদ্রোহী প্রার্থী হওয়ার বিষয়ে জানতে চাইলে শামসুল হক বলেন, ‘এটাই তো গণতন্ত্রের সৌন্দর্য। এগুলো আওয়ামী লীগ সরকারের সময়ই দেখা যাচ্ছে। ’ 

বেড়া পৌরসভা নির্বাচনের রিটার্নিং অফিসার মাহবুবুর রহমান কালের কণ্ঠকে বলেন, ‘উনাকে এরই মধ্যে আমরা চিঠি দিয়েছি। আশা করি, উনি আজ (শনিবার) এলাকা ছেড়ে যাবেন। না হলে আমরা পরবর্তী আইনগত ব্যবস্থা নেব। ’

আরও পড়ুন: 
আমি দয়া করব না, পিষে দেব: টুকু 

বাংলাদেশ সময়: ১৭৫৫ ঘণ্টা, নভেম্বর ২১, ২০২১
জেএইচটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।