ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

পাবনায় তৈরি পোশাক কারখানায় আগুন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৫ ঘণ্টা, নভেম্বর ২১, ২০২১
পাবনায় তৈরি পোশাক কারখানায় আগুন

পাবনা: পাবনা সদর উপজেলার হেমায়েতপুর ইউনিয়নের জুটপট্টি এলাকায় এফ এন এ ফ্যাশন নামে তৈরি পোশাকের একটি কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা হয়েছে। এতে প্রায় ২০ থেকে ২৫ লাখ টাকার ক্ষয় ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীর।

রোববার (২১ নভেম্বর) ভোরের দিকে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে কারখানার তৈরিকৃত পোশাকসহ পোশাক তৈরির কাপড়, জুট, সুতা ও মেশিনারিজ পুড়ে গেছে।  

কারখানার মালিক মো. ফয়সাল কবির নানক বলেন, কারখানায় থাকা মালামাল, মেশিনারিজ ও আসবাবপত্র পুড়ে গেছে। ঋণ নিয়ে এই গার্মেন্টস কারখানাটি করেছিলাম।  

পাবনা ফায়ার সার্ভিসের সিনিয়র অফিসার জাকির হোসেন জানান, খবর পেয়ে একটি ইউনিট প্রায় দুই ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। প্রথমিকভাবে ধারণা করা যাচ্ছে বৈদুতিক শর্ট সার্কিটের কারণে অগ্নিকাণ্ডের সূত্রপাত হতে পারে। কারখানায় জুট কাপড় থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। তবে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে সেটি এখনি বলা যাচ্ছে না।

বাংলাদেশ সময়: ১৮৫২ ঘণ্টা, নভেম্বর ২১, ২০২১
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।