ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

পাবনায় স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক এক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৬ ঘণ্টা, নভেম্বর ২১, ২০২১
পাবনায় স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক এক কৌশিক হোসেন

পাবনা: পাবনার সাঁথিয়া উপজেলার আতাইকুলা থেকে কৌশিক হোসেন (১৪) নামে এক স্কুলছাত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।  

কৌশিক আতাইকুলার গাঙ্গোহাটি নতুনপাড়া গ্রামের হারুন-আর রশিদের ছেলে।

সে মিয়াপুর হাজী জসিম উদ্দিন উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজের সপ্তম শ্রেণির ছাত্র ছিল। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করেছে পুলিশ।

নিহত কৌশিকের স্বজনরা জানান, শনিবার সকালে কৌশিক বাড়ি থেকে বের হয়ে আর ফেরেনি। অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান মেলেনি। রাতে বামনডাঙ্গা এলাকার মেহগনি বাগানের মধ্যে একটি মরদেহ দেখে পুলিশকে জানায় স্থানীয়রা। খবর পেয়ে কৌশিকের পরিবারের লোকজনও ঘটনাস্থলে গিয়ে মরদেহটি কৌশিকের বলে শনাক্ত করেন।

আতাইকুলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তাকে হত্যা করা হয়েছে। তবে কি কারণে তাকে হত্যা করা হয়েছে সেটি খতিয়ে দেখা হচ্ছে। মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনার বিষয়ে তদন্ত করে দেখা হচ্ছে। পরিবারের পক্ষ থেকে এখনো কোনো লিখিত অভিযোগ করা হয়নি। এই হত্যার বিষয়ে সন্দেহভাজন একজনকে আটক করা হয়েছে। হত্যাকারী যেই হোক তাকে আইনের আওতায় নিয়ে আসা হবে।
 
বাংলাদেশ সময়: ১৯৫২ ঘণ্টা, নভেম্বর ২১, ২০২১
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।