ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

দর্শনার্থীদের জন্য উন্মুক্ত যুদ্ধজাহাজ বরকত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৭ ঘণ্টা, নভেম্বর ২১, ২০২১
দর্শনার্থীদের জন্য উন্মুক্ত যুদ্ধজাহাজ বরকত

বরিশাল: সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে বরিশালে জনসাধারণের পরিদর্শনের জন্য রোববার (২১ নভেম্বর) উম্মুক্ত রাখা হয় নৌবাহিনীর যুদ্ধজাহাজ ‘বানৌজা বরকত’।

রোববার বেলা ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত কীর্তনখোলা নদীর মুক্তিযোদ্ধা পার্ক সংলগ্ন বিআইডব্লিউটিএর মেরিন ওয়ার্কশপ ঘাটে থাকা জাহাজটি ঘুরে দেখেন দর্শনার্থীরা।

বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা ছাড়াও বিভিন্ন শ্রেণিপেশার মানুষ এ সময় ঘুরে দেখেন জাহাজটি। বিশেষ করে শিশু-কিশোরদের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ। নৌবাহিনীর এই জাহাজ ঘুরে দেখার সুযোগ পেয়ে বেশ আনন্দিত বলে জানিয়েছেন তারা।

শুধু অপরেশনাল কর্মকাণ্ড নয়, মানবতার সেবায় ঘূর্ণিঝড় পরবর্তী সময়ে উপকূল এলাকায় ও কোভিড-১৯ মহামারিতে ত্রাণ বিতরণে সহায়তার কাজে ব্যবহার হয় বরকত।

বাংলাদেশ সময়: ২১৩৭ ঘণ্টা, নভেম্বর ২১, ২০২১
এমএস/জেএইচটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।