ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

রাজধানীতে ট্রেনে কাটা পড়ে কিশোর নিহত 

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫০ ঘণ্টা, নভেম্বর ২১, ২০২১
রাজধানীতে ট্রেনে কাটা পড়ে কিশোর নিহত  প্রতীকী ছবি

ঢাকা: রাজধানীর কারওয়ান বাজার এলাকায় ট্রেনে কাটা পড়ে খালিদ মাহমুদ (১৭) নামের এক কিশোর নিহত হয়েছে।  

নিহত খালিদ নীলফামারী সদর উপজেলা নয়ারহাট গ্রামের এনামুল হকের ছেলে।

রোববার (২১ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কারওয়ান বাজার মাছের আড়তের পাশের রেললাইনে এ দুর্ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় পথচারীরা তাকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক সাড়ে ৭টার দিকে মৃত ঘোষণা করেন।

খালিদকে হাসপাতালে নিয়ে আসা পথচারী মো. বাবু জানান, সন্ধ্যার দিকে মাছের আড়তের পাশে রেললাইনে আহত অবস্থায় পরেছিল খালিদ। সেখান থেকে আহত অবস্থায় তাকে হাসপাতালে নেওয়া হয়।  
 
খালিদের চাচাতো ভাই মিজানুর রহমান জানান, খালিদ তেজগাঁও এফডিসি গেটের পাশে মুরগির আড়তে কাজ করত। থাকত তেজগাঁও রেলস্টেশন এলাকার একটি বাসায়।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া। তিনি বলেন, খালিদের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

বাংলাদেশ সময়: ২১৪৯ ঘণ্টা, নভেম্বর ২১, ২০২১
এজেডএস/জেএইচটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।