ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

ভারত থেকে টিকা আসবে ২৩ নভেম্বর

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৩৩ ঘণ্টা, নভেম্বর ২১, ২০২১
ভারত থেকে টিকা আসবে ২৩ নভেম্বর

ঢাকা: আগামী ২৩ নভেম্বর (মঙ্গলবার) ভারতের সেরাম ইনস্টিটিউট থেকে বাংলাদেশে টিকা আসবে। কোভ্যাক্স প্রোগ্রামের আওতায় এই টিকা আসবে বলে ভারতের কূটনৈতিক সূত্র জানিয়েছে।

ভারত ওই দিন থেকে চারটি দেশে টিকা সরবরাহ শুরু করবে।

এই চারটি দেশ হলো- বাংলাদেশ, নেপাল, তাজিকিস্তান ও মোজাম্বিক। এরমধ্যে বাংলাদেশ টিকা পাবে ২৩ নভেম্বর। আর নেপাল পাবে ২৪ নভেম্বর।

ভারত সরকার সম্প্রতি টিকা রপ্তানির অনুমতি দিয়েছে। সে অনুযায়ী বাংলাদেশ ও নেপাল ১০ লাখ ডোজ করে কোভিশিল্ড টিকা পাবে।

প্রসঙ্গত, ভারতের সেরাম ইনস্টিটিউটের কাছে এখন প্রায় ২৬ কোটি ডোজ টিকা আছে।

বাংলাদেশ সময়: ২৩৩৩ ঘণ্টা, নভেম্বর ২২, ২০২১
টিআর/এনএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।