ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

অ্যাম্বুলেন্স-ট্রাক্টর-মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে নিহত ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১৪ ঘণ্টা, নভেম্বর ২২, ২০২১
অ্যাম্বুলেন্স-ট্রাক্টর-মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে নিহত ১

নাটোর: নাটোরের সিংড়ায় ইটবাহী ট্রাক্টরের সঙ্গে লাশবাহী অ্যাম্বুলেন্স ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে মো. রনি (২৪) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এসময় আহত হয়েছে অন্তত ৫ জন।

 

সোমবার (২২ নভেম্বর) সকালে উপজেলার নাটোর-বগুড়া মহাসড়কের শেরকোল এলাকায় আইসিটি পার্কের সামনে এ দুর্ঘটনা ঘটে।  

নিহত রনি উপজেলার নিংগইন ভাটপাড়া গ্রামের মো. হেলাল মোল্লার ছেলে। তবে তাৎক্ষণিকভাবে আহতদের নাম জানা যায়নি। তাদের উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।  

হাইওয়ে পুলিশের ঝলমলিয়া ফাঁড়ির ইনচার্জ (ইন্সপেক্টর) মো. রেজওয়ানুল ইসলাম বাংলানিউজকে জানান, সকালে বগুড়া থেকে একটি মরদহ নিয়ে স্বজনরা অ্যাম্বুলেন্সে করে পাবনার ঈশ্বরদী যাচ্ছিলেন। পথে নাটোর-বগুড়া মহাসড়কের শেরকোল এলাকায় পৌঁছালে আইসিটি পার্কের সামনে বিপরীত দিক থেকে আসা সিংড়াগামী একটি ইটবাহী ট্রাক্টর ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী রনি মারা যান। আর অ্যাম্বুলেন্স চালকসহ অ্যাম্বুলেন্সে থাকা ৫ জন যাত্রী আহত হন।  

খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে এবং আহতদের উদ্ধার করে একই হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ২২১৩ ঘণ্টা, নভেম্বর ২২, ২০২১
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।