ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

ফরিদপুরে পুলিশের অভিযানে গ্রেফতার ৩০

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩৬ ঘণ্টা, নভেম্বর ২২, ২০২১
ফরিদপুরে পুলিশের অভিযানে গ্রেফতার ৩০

ফরিদপুর: ফরিদপুরে গত ২৪ ঘণ্টায় অভিযান চালিয়ে ৩০ জনকে গ্রেফতার করেছে পুলিশ। ফরিদপুরের বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন মামলায় তাদের গ্রেফতার করা হয়।

রোববার (২১ নভেম্বর) রাতে জেলা পুলিশের দেওয়া এক প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে গণমাধ্যমকে এ তথ্য জানানো হয়।  

পুলিশ জানায়, ফরিদপুর কোতোয়ালি থানায় নয়জন, ডিবি পুলিশ চার, ভাঙ্গা থানায় চার, সদরপুর থানায় চার, সালথা থানায় দুই, নগরকান্দা থানায় এক, বোয়ালমারী থানায় দুই ও মধুখালী থানায় চারজন রয়েছে।

ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) জামাল পাশা বাংলানিউজকে বলেন, গ্রেফতার আসামিদের সোমবার সকালে আদালতে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১০২৫ ঘণ্টা, নভেম্বর ২২, ২০২১
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।