ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

ছিনতাইকারীর ছুরিকাঘাতে আহত শাবিপ্রবির শিক্ষার্থী

শাবিপ্রবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৩ ঘণ্টা, নভেম্বর ২২, ২০২১
ছিনতাইকারীর ছুরিকাঘাতে আহত শাবিপ্রবির শিক্ষার্থী প্রতীকী ছবি

শাবিপ্রবি (সিলেট): বাড়ি থেকে বিশ্ববিদ্যালয়ে ফেরার পথে ছিনতাইকারীর ছুরিকাঘাতে আহত হয়ে হাসাপাতালে ভর্তি হয়েছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) সিভিল অ্যান্ড এনভাইরনমেন্টাল সায়েন্স বিভাগের ২০১৯-২০ সেশনের শিক্ষার্থী সায়মা আলম। বর্তমানে তিনি সিলেট এমএজি ওসমানি মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

বিষয়টি নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মো. আলমগীর কবীর।

তিনি বলেন, রোববার সকাল সাড়ে ৫টায় ঢাকা থেকে ট্রেন যোগে সিলেট আসেন এ শিক্ষার্থী। তিনি সিলেট স্টেশনে নামার পর সিএনজি নিয়ে ফিরছিলেন। পথিমধ্যে সিলেটের তপোবন-আখালিয়া আবাসিক এলাকাস্থ ফাঁকা জায়গায় এলে মোটরসাইকেল আরোহী তার পথ আটকিয়ে দেয়। পরে ছুরি বের করে তার কাছে যা কিছু আছে তা দিয়ে দিতে বলে। ভুক্তভোগী শিক্ষার্থী তাদেরকে বাধা দেওয়ার চেষ্টা করলে তার বাম পায়ে ছুরিকাঘাত করে ব্যাগ, ল্যাপটপ, মোবাইল, নগদ অর্থ ও অন্যান্য মূল্যবান জিনিসপত্র নিয়ে যায়।

প্রক্টর আলমগীর কবীর বলেন, আমি বিষয়টি জানার সঙ্গে সঙ্গে হাসপাতালে উপস্থিত হই। বর্তমানে তিনি সিলেট এমএজি ওসমানি মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার পায়ে ছোট একটি অপারেশন চলছে, তবে বিপদমুক্ত রয়েছেন তিনি। ঘটনার বিষয়টি পুলিশকে জানানো হয়েছে। লিখিত অভিযোগের প্রেক্ষিতে তারা যথাযথ ব্যবস্থা নেবেন বলে জানিয়েছেন।

সিলেটে শাবিপ্রবির শিক্ষার্থীসহ অসংখ্য মানুষ ছিনতাইয়ের শিকার হচ্ছেন প্রতিনিয়ত। ছিনতাই যেন নিত্য-নৈমিত্য ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। এর আগে, ২০১৮ সালের ছিনতাইকারীর ছুরিকাঘাতে প্রাণ হারান অর্থনীতি বিভাগের শিক্ষার্থী মাহিদ আল সালাম। সিলেট নগরীর বিভিন্ন জায়গায় ছিনতাইয়ের মতো ঘটনা প্রতিনিয়ত ঘটলেও এখন পর্যন্ত কোনো স্থায়ী সমাধান হয়নি।

বাংলাদেশ সময়: ১১৪৩ ঘণ্টা, নভেম্বর ২২, ২০২১
জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।