ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

নতুন জীবন ফিরে পেলেন হরিলাল

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৪ ঘণ্টা, নভেম্বর ২২, ২০২১
নতুন জীবন ফিরে পেলেন হরিলাল

খুলনা: খুলনায় হরিলাল দাস (৭০) নামে এক বৃদ্ধ ভারসাম্যহীন ভবঘুরে নতুন জীবন ফিরে পেয়েছেন। আন নাফি কল্যাণের পথের মাধ্যমে নতুন জীবন পান তিনি।

সমাজ-সংসারহীন হরিলালের ঠাঁই মিলেছে রাজধানী ঢাকার চাইল্ড অ্যান্ড ওল্ড এইজ কেয়ারে।  

রোববার (২১ নভেম্বর) আনুষ্ঠানিকভাবে আন নাফি কল্যাণের মাধ্যমে চাইল্ড অ্যান্ড ওল্ড এইজ কেয়ারের কাছে হরিলালকে তুলে দেওয়া হয়।

আন নাফি কল্যানের পথের প্রতিষ্ঠাতা পরিচালক মোহাম্মদ এম এ সাদী বাংলানিউজকে বলেন, শুক্রবার (১৯ নভেম্বর) এক ব্যাংক কর্মকর্তা মানবিক বোনের ফোন আসে আমার কাছে যে একজন অসহায় ভারসাম্যহীন অসুস্থ মানুষকে গোসল পরিষ্কার-পরিচ্ছন্নতার সেবা দিতে হবে। আমিসহ আমার ভলান্টিয়ার শাহিন শিকদার শিববাড়ি মোড় খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের (কেডিএ) প্রধান গেটের সামনে গিয়ে ভারসাম্যহীন হরিলাল দাসকে উলঙ্গ অবস্থায় দেখতে পাই। কোথা থেকে হরিলাল এসেছেন কেউ জানে না। কবে থেকে পথে পথে ঘুরছেন বলতে পারেন না তিনি। কিছু জিজ্ঞাসা করলে শুধু নামটাই বলতে পারেন। আমরা তাৎক্ষণিক তাকে একমুঠো আহারের ব্যবস্থা করি। মানবিক সেই বোনের সঙ্গে আলোচনা করে শনিবার সকাল ৯টার মধ্যে আমি, স্বেচ্ছাসেবক বেলাল শিকদার ও নাসিরকে নিয়ে শিববাড়ি মোড়ে গিয়ে হরিলাল দাসকে লুঙ্গি ও গেঞ্জি পরিয়ে আমার বাড়িতে নিয়ে আসি। সেসময় তার অপরিষ্কার শরীর পরিষ্কারসহ চুল দাঁড়ি কেটে সুন্দর স্বাভাবিক একটি চেহারায় আনতে আমরা সক্ষম হই। মানবিক বোন এসে তার সার্বিক বিষয়ে খোঁজ নেওয়াসহ তার পুনর্বাসনের জন্যে ঢাকার চাইল্ড অ্যান্ড ওল্ড এইজ কেয়ারে যোগাযোগ করতে থাকেন ও তিনিসহ আমরা সোনাডাঙ্গা থানায় গিয়ে প্রশাসনিক সব নিয়ম-কানুন অনুযায়ী অগ্রসর হতে থাকি। কৃতজ্ঞতা সোনাডাঙ্গা মডেল থানার সেকেন্ড অফিসার রহিত স্যারসহ সব মানবিক পুলিশদের প্রতি। শনিবার রাতে হরিলাল দাসকে আমার বাসায় মেহমান হিসেবে রাখি। রোববার ভোর ৫টায় হরিলালসহ আমি, মো. ফজলে নাসির ঢাকার উদ্দেশ্য যাত্রা শুরু করি। দীর্ঘপথ অতিক্রম করে হরিলাল দাসের নতুন জীবনের আশ্রয় ঢাকার মিরপুর পাইকপাড়ার চাইল্ড অ্যান্ড ওল্ড এইজ কেয়ারে ম্যানেজার মো. মিরাজ হোসেনের কাছে তাকে হস্তান্তর করা হয়।

তিনি আরও বলেন, পথের মানুষের নিরাপদ আশ্রম চাইল্ড অ্যান্ড ওল্ড এইজ কেয়ার দীর্ঘ বছর ধরে এরকম পরিবারহীন, অসহায় ও অজ্ঞাতপরিচয় ব্যক্তির আশ্রয় মিলেছে।  

সোমবার (২২ নভেম্বর) সকালে চাইল্ড অ্যান্ড ওল্ড এইজ কেয়ারে দায়িত্বরত তামান্না ইসলাম বাংলানিউজকে বলেন, দীর্ঘদিন ধরে রাস্তায় থাকার কারণে হরিলাল কিছুটা মানসিক ভারসাম্যহীন হয়ে পড়েছেন। আমাদের কাছে আনার পর তার চিকিৎসা চলছে। কিছুটা স্বাভাবিক হওয়ার পর আমরা তার পারিবারিক খোঁজ-খবর নেওয়ার চেষ্টা করবো।

হরিলাল এখানে ভালো আছে বলে জানান তামান্না।  

বাংলাদেশ সময়: ১২৩৯ ঘণ্টা, নভেম্বর ২২ , ২০২১
এমআরএম/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।