ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

নারায়ণগঞ্জে যুবককে কুপিয়ে হত্যা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৯ ঘণ্টা, নভেম্বর ২২, ২০২১
নারায়ণগঞ্জে যুবককে কুপিয়ে হত্যা

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ শহরের কিল্লারপুল এলাকায় সাজিদ হোসেন নামে এক যুবককে কুপিয়ে করেছে মাদক ব্যবসায়ীরা।

রোববার (২১ নভেম্বর) দিনগত রাতে এ ঘটনা ঘটে।

তিনি তল্লা ছোট মসজিদ এলাকার রিপন হোসেনের ছেলে।

জানা গেছে, রোববার রাতে কিল্লার পাশের মাঠে র‍্যাকেট খেলা ও মাদক ব‍্যবসায়ে বাধা দেওয়া নিয়ে একই এলাকার মাদক ব‍্যবসায়ী আদম ও কদম নামের দুই ভাইয়ের
সঙ্গে সাজিদের কথা কাটাকাটি হয়। একপযার্য়ের তাকে ছুরি দিয়ে বুকে আঘাত করে গুরুতর জখম করে। পর তাকে আশপাশের লোকজন আশংকাজনক অবস্থায় উদ্ধার করে   ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেকে মর্গে রয়েছে।

নিহতের স্বজনরা জানান, আদম ও কদম দুই ভাই এলাকায় সন্ত্রাসী ও মাদক ব‍্যবসা করে।

ঢাকা মেডিক্যাল পুলিশ ক্যাম্পের পরিদর্শক বাচ্চু মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১২৪৮ ঘণ্টা, নভেম্বর ২২, ২০২১
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।