ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

লক্ষ্মীপুরে কিশোরকে হত্যা করে অটোরিকশা ছিনতাই

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০০ ঘণ্টা, নভেম্বর ২২, ২০২১
লক্ষ্মীপুরে কিশোরকে হত্যা করে অটোরিকশা ছিনতাই লক্ষ্মীপুরে কিশোরকে হত্যা করে অটোরিকশা ছিনতাই

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের সদর উপজেলা থেকে মো. মোহন ওরফে সুজন (১৫) নামে এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (২২ নভেম্বর) সকাল সাড়ে ১০ টার দিকে ওই উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের চরভূতা গ্রামের একটি খালপাড় থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়।

মোহন পার্শ্ববর্তী তেওয়ারীগঞ্জ ইউনিয়নের শহরকসবা গ্রামের আলাউদ্দিনের ছেলে।

স্থানীয়রা জানায়, মোহন অটোরিকশা চালক ছিল। তিনি তার প্রতিবেশী শামছুলের অটোরিকশা ভাড়ায় চালাতেন। সকালে একটি খালপাড়ে স্থানীয়রা মোহনের মরদেহ দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে সদর হাসপাতালের মর্গে পাঠায়।

মোহনের মা খুকি বেগম বাংলানিউজকে বলেন, ঘটনার দিন রাতে মোহন বাড়ি ফেরে নি। সোমবার সকালে তার মরদেহ পাওয়ার খবর শোনেন তিনি।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসীম উদ্দীন বাংলানিউজকে বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে- মোহনকে হত্যা করে তার অটোরিকশাটি ছিনিয়ে নেওয়া হয়েছে। ময়নাতদন্তের পর হত্যার বিষয়ে নিশ্চিত হওয়া যাবে।

তিনি বলেন, তার অটোরিকশাটির খোঁজ করা হচ্ছে। সেটি উদ্ধার হলেই হত্যার রহস্য উৎঘাটন সম্ভব হবে।

বাংলাদেশ সময়: ১৪০০ ঘণ্টা, নভেম্বর ২২, ২০২১
জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।