ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

অস্ত্রসহ তিন রোহিঙ্গা ডাকাত আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৭ ঘণ্টা, নভেম্বর ২২, ২০২১
অস্ত্রসহ তিন রোহিঙ্গা ডাকাত আটক

কক্সবাজার: কক্সবাজারের টেকনাফের লেদা ২৪ নম্বর রোহিঙ্গা শিবিরের মাঠে অভিযান চালিয়ে অস্ত্রসহ রোহিঙ্গা ডাকাত জামাল গ্রুপের প্রধান জামালসহ তিনজনকে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সদস্যরা। এ সময় তাদের কাছ থেকে একটি দেশীয় তৈরি একনালা বন্দুক, দুই রাউন্ড গুলি, একটি স্টিলের চাকু ও তিনটি রামদা উদ্ধার করা হয়।

সোমবার (২২ নভেম্বর) ভোরে এ অভিযান চালানো হয়।

আটক তিনজন হলেন- টেকনাফের হ্নীলার লেদা পশ্চিম পাড়ার আট নম্বর ওয়ার্ডের বাসিন্দা ও ডাকাত জামাল গ্রুপের প্রধান জামাল হোসেন (৪৫), তার ছেলে মো. হামিদ (২১) ও মো. আব্দুল জলিলের ছেলে মো. ইলিয়াস (১৬)।

১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়ানের অধিনায়ক মো. তারিকুল ইসলাম তারিক জানান, টেকনাফের লেদা ২৪ নম্বর রোহিঙ্গা শিবিরের এ/১৪ নম্বর ব্লকের মাঠে আট থেকে ১০ জন রোহিঙ্গা সন্ত্রাসী ডাকাতির প্রস্তুতি নিতে অবস্থান করছে এমন গোপন খবরের ভিত্তিতে নয়াপাড়ার এপিবিএন’র সদস্যরা বিশেষ অভিযান পরিচালনা করে ডাকাত জামাল হোসেনসহ তিনজনকে অস্ত্রসহ আটক করা হয়।

স্থানীয়দের বরাত দিয়ে অধিনায়ক তারিক বলেন, আটক সন্ত্রাসীরা রোহিঙ্গা ক্যাম্প এলাকায় ডাকাতি, অপহরণ, চাঁদাবাজি, ছিনতাই, মারামারি ও আইনশৃঙ্খলা পরিপন্থি বিভিন্ন অপরাধমুলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। তাদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

বাংলাদেশ সময়: ১৪৫৭ ঘণ্টা, নভেম্বর ২২, ২০২১
এসবি/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।