ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

গাছের ঢালে আদিবাসী তরুণীর ঝুলন্ত মরদেহ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৫ ঘণ্টা, নভেম্বর ২২, ২০২১
গাছের ঢালে আদিবাসী তরুণীর ঝুলন্ত মরদেহ প্রতীকী ছবি

নওগাঁ: নওগাঁর পোরশা উপজেলায় মেরিনা (১৫) নামে আদিবাসী এক তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (২২ নভেম্বর) দুপুরে পোরশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিউল আজম খান বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।

এর আগে, সকালে উপজেলার সোমনগর বাজার কুঠি গ্রামের একটি আম বাগান থেকে ওই তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।

মেরিনা বাজার কুঠি গ্রামের মৃত ঝাকারিয়ার মেয়ে।

জানা গেছে, সকলের অজান্তে ওই তরুণী রোববার দিনগত রাতের কোনো এক সময়ে বাড়ি থেকে বেরিয়ে যায়। সকালে পরিবারের লোকজন তাকে ঘরে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে  স্থানীয় বাসিন্দা ও পরিবারের লোকজন বাড়ির পাশের আমবাগানে কদম গাছের ঢালে মেরিনার ঝুলন্ত মরদেহ দেখতে পায়। পরে থানায় খবর দিলে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে পুলিশ।

ওসি শফিউল আজম বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে আদিবাসী ওই তরুণী আত্মহত্যা করেছেন। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬০৫ ঘণ্টা, নভেম্বর ২২, ২০২১
জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।