ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

সোনারগাঁয়ে যুবককে গলা কেটে হত্যা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৩ ঘণ্টা, নভেম্বর ২২, ২০২১
সোনারগাঁয়ে যুবককে গলা কেটে হত্যা

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের কাঁচপুর দক্ষিণ সেনপাড়া এলাকায় গলা ও পায়ের রগ কেটে যুবককে হত্যা করেছে দুর্বত্তরা।

সোমবার (২২ নভেম্বর) বিকেলে হাজি আব্দুর রহমানের ভাড়া বাসা থেকে ওই যুবকের মৃতদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত যুবকের নাম আশরাফুল আলম শাকিল। তিনি মুন্সিগঞ্জ জেলার টঙ্গীবাড়ি উপজেলার মিতারা গ্রামের কামাল কাফির ছেলে।

সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হাফিজুর রহমান জানান, উপজেলার কাঁচপুর দক্ষিণ সেনপাড়া এলাকার হাজি আব্দুর রহমানের ছয় তলা বাড়ির চিলেকোঠার একটি কক্ষে বাইরে থেকে তালা দেওয়া অবস্থায় ওই যুবকের অর্ধগলিত মৃতহদে উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে ৩-৪ দিন আগে দুর্বৃত্তরা ওই যুবককে হত্যা করে বাইরে থেকে তালা ঝুলিয়ে পালিয়ে যায়। সোমবার সকালে ওই কক্ষ থেকে দুর্গন্ধ বের হলে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই কক্ষ থেকে যুবকের লাশ উদ্ধার করে।

মৃতদেহ হাসাপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান ওসি।

নিহত যুবকের বাবা কামাল কাফি অভিযোগ করে বলেন, হত্যাকাণ্ডের সঙ্গে আমার ছেলের স্ত্রী জড়িত থাকতে পারে। তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে হত্যার রহস্য বেরিয়ে আসবে।

বাংলাদেশ সময়: ১৮০১ ঘণ্টা, নভেম্বর ২২, ২০২১
এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।