ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

ঢাকায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১২ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০২১
ঢাকায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত ঢাকায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত

ঢাকা: রাজধানীর বিমানবন্দর ফুট ওভারব্রিজের নিচে মোটরসাইকেল দুর্ঘটনায় ইউসুফ মিয়া (২০) নামে এক যুবক নিহত হয়েছেন। তিনি মোটরসাইকেলে যাত্রী পরিবহন করতেন।

বৃহস্পতিবার (২৫ নভেম্বর) এ তথ্য নিশ্চিত করে পুলিশ।

এর আগে, বুধবার (২৪ নভেম্বর) দিনগত রাত আড়াইটার দিকে এ দুর্ঘটনা ঘটে।

ইউসুফ ফরিদপুর আলফাডাঙ্গা উপজেলার বড়বাগ গ্রামের আনসার আলীর ছেলে। ঢাকায় তিনি উত্তরা ৯ নম্বর সেক্টরে থাকতেন।

বিমানবন্দর থানার ডিউটি অফিসার (এসআই) মাহবুব আলী বাংলানিউজকে জানান, মধ্যরাতে বিমানবন্দর ফুট ওভারব্রিজের নিচ দিয়ে যাওয়ার সময় অজ্ঞাত কোনো যানবাহন পেছন থেকে ইউসুফের মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এরপর সে রাস্তায় ছিটকে পড়ে ওই গাড়ির নিচেই পৃষ্ট হয়।

মুমূর্ষু অবস্থায় পুলিশ তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাত সাড়ে ৩টার দিকে মৃত ঘোষণা করেন।

এসআই মাহবুব আলী আরও জানান, এ ঘটনায় ঘাতক গাড়িটি শনাক্তের চেষ্টা চলছে। মরদেহ মর্গে রয়েছে। দুর্ঘটনার সময় নিহত ব্যক্তি মোটরসাইকেল একাই ছিলেন বলে জানা গেছে।

এদিকে নিহতের বন্ধু শাহিনুর ইসলাম শাহিন বাংলানিউজকে জানান, ইউসুফ রাজধানীর একটি কলেজ থেকে গতবছর এইচএসসি পাশ করেছেন। বর্তমানে অনার্সে ভর্তি হওয়ার চেষ্টায় ছিলেন তিনি। তার পরিবারের সবাই গ্রামে থাকেন। তাদের খবর দেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১০১২ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০২১
এজেডএস/জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।