ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

ট্রেন থেকে নামতে গিয়ে কলেজছাত্রের মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৭ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০২১
ট্রেন থেকে নামতে গিয়ে কলেজছাত্রের মৃত্যু

ঢাকা: রাজধানীর তেজগাঁও রেলস্টেশন এলাকায় ট্রেন থেকে নামতে গিয়ে গোলাম মোস্তফা রোমান (১৯) নামে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২৫ নভেম্বর) সকালে তেজগাঁও রেলস্টেশনে এ ঘটনাটি ঘটে।

ঢাকা রেলওয়ে থানা (কমলাপুর) উপ-পরিদর্শক এসআই সেকেন্দার আলী এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, নিহত রোমান চাঁদপুর মতলব আমুয়াকান্দা গ্রামের সেলিম মুন্সি ছেলে। বর্তমানে পরিবারের সঙ্গে উত্তর মুগদা ঝিলপাড় এলাকায় থাকতো।

তিনি আরও জানান, কমলাপুর থেকে ছেড়ে যাওয়া তিতাস নামে একটি থেকে তেজগাঁও রেলস্টেশনের নামার সময় ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যান। তার ব্যবহৃত মোবাইল থেকে যোগাযোগ করে জানা যায় তিনি হাবিবুল্লাহ কলেজের উচ্চ মাধ্যমিকের ছাত্র ছিলেন। মরদেহ বর্তমানে পুলিশ হেফাজতে আছে।

এদিকে নিহত ছাত্রের বাবা সেলিম মুন্সি জানান, রোমান শান্তিনগর অবস্থিত হাবিবুল্লাহ বাহার কলেজের উচ্চ মাধ্যমিকের বিজ্ঞান বিভাগের ছাত্র। েআগামী ২ ডিসেম্বর তার পরীক্ষা ছিল।

বাংলাদেশ সময়: ১৪২৫ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০২১
এজেডএস/এনএইচআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।