ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

ভ্যানের হ্যান্ডেল ঢুকে গেল চালকের মাথায়! 

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৫ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০২১
ভ্যানের হ্যান্ডেল ঢুকে গেল চালকের মাথায়!  প্রতীকী ছবি

খুলনা: খুলনার চুকনগরে ইঞ্জিনচালিত একটি ভ্যান উল্টে চালক রবিউল ইসলাম সরদার (২৮) নিহত হয়েছেন।  

বৃহস্পতিবার (২৫ নভেম্বর) দুপুর ১২টার দিকে খুলনা-সাতক্ষীরা মহাসড়কের বেতাগ্রাম কালভার্ট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত রবিউল সাতক্ষীরা সদর থানার কামালনগর গ্রামের বাসিন্দা।  

খর্ণিয়া হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেহেদী হাসান বলেন, ইঞ্জিনচালিত ভ্যানে মুরগি নিয়ে চুকনগর বাজারের দিকে যাচ্ছিলেন রবিউল ইসলাম সরদার। ভ্যানটি দ্রুতগতি সম্পন্ন হওয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এ সময় চালক ছিটকে পড়লে ভ্যানের হ্যান্ডেল তার মুখের চোয়াল ভেদ করে মাথার ভিতরে ঢুকে যায়।  

ওসি আরও জানান, মাথা থেকে প্রচণ্ড রক্তক্ষরণে ঘটনাস্থলেই নিহত হন ভ্যানচালক রবিউল ইসলাম।  

বাংলাদেশ সময়: ১৫৩৪ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০২১
এমআরএম/জেএইচটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।