ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

মেঘনায় কচুরিপানায় আটকে ছিল যুবকের মরদেহ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৯ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০২১
মেঘনায় কচুরিপানায় আটকে ছিল যুবকের মরদেহ

নরসিংদী: নরসিংদীর রায়পুরা উপজেলায় নিখোঁজ হওয়ার তিনদিন পর মেঘনা নদীতে কচুরিপানার স্তুপের নিচ থেকে জাকির মিয়া (২৩) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।  

বৃহস্পতিবার (২৫ নভেম্বর) দুপুরে উপজেলার শ্রীনগর ইউনিয়নের ভেলুয়ারচর গ্রামের পাশে মেঘনা নদীর পাড় থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

জাকির মিয়া শ্রীনগর গ্রামের হক্কা মিয়ার ছেলে।  

স্থানীয়রা জানান, জাকির মিয়াসহ চার যুবক বালু পরিবহনের নৌকায় শ্রমিক হিসেবে কাজ করতেন। কাজ করার সুবাদে বিভিন্ন সময় নৌকাতেই রাত কাটতো তাদের। এর মধ্যে রোববার (২২ নভেম্বর) রাত থেকে নিখোঁজ ছিলেন জাকির। অনেক খোঁজাখুঁজির পর বৃহস্পতিবার সকালে নদীতে কচুরিপানার মধ্যে তার মরদেহ দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।

এদিকে মরদেহ ভেসে ওঠার খবর পেয়ে জাকিরের তিন সহকর্মী পালিয়েছেন।

রায়পুরা সার্কেলের সহকারী পুলিশ সুপার সত্যজিৎ কুমার ঘোষ বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনাগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৬০৪ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০২১
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।