ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

নাঈমের মৃত্যর ঘটনায় জড়িতদের শাস্তি হবে: তাপস

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৩ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০২১
নাঈমের মৃত্যর ঘটনায় জড়িতদের শাস্তি হবে: তাপস আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে আলাপকালে ডিএসএসসিসি মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস | ছবি: শাকিল আহমেদ

ঢাকা: গাড়িচাপায় নটর ডেম কলেজছাত্র নাঈম হাসানের মৃত্যুর ঘটনায় জড়িত সবাইকে শাস্তি ভোগ করতে হবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।

বৃহস্পতিবার (২৫ নভেম্বর) বিকেলে সিটি করপোরেশনের সামনে আন্দোলনরত শিক্ষার্থীদের এ প্রতিশ্রুতি দেন ডিএসসিসি মেয়র।

ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস বলেন, আমি আপনাদের কাছে ওয়াদা করছি, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন থেকে ইনশাল্লাহ সমস্ত জঞ্জালমুক্ত করবো, উপড়ে ফেলবো। যে গাড়িচালক দায়িত্বে ছিল, সেই চালক সেই দায়িত্ব পালন করেনি, সে আরেকজন ভাড়াটিয়া চালক দিয়ে গাড়ি চালিয়েছে। সুতরাং সবাইকেই শাস্তি ভোগ করতে হবে। যার দায়িত্ব ছিল, তাকে আমরা সাময়িক বরখাস্ত করেছি, তাকে ইনশাল্লাহ চাকরি থেকে অপসারণ করবো। যে গাড়ি চালাচ্ছিল সেই খুনির সর্বোচ্চ শাস্তি আমরা নিশ্চিত করবো। আপনাদের সঙ্গে কণ্ঠ মিলিয়ে আমি বলি, অবশ্যই সেই খুনির ফাঁসি চাই।

মেয়র আরও বলেন, নাঈম শুধু আপনাদের ভাই এবং বন্ধু না, সে আমার ১৭ বছর বয়সের একটি সন্তান। সন্তান হারা পিতা-মাতাকে সান্ত্বনা দেওয়ার ভাষা আমাদের কাছে নাই। আমি আমার পিতা-মাতাকে মাত্র পৌনে ৪ বছর বয়সে... আমার মনেও কষ্ট ছিল, আমার মনেও আক্রোশ ছিল বড় হয়ে পিতা-মাতার হত্যার বিচার নেবো, নিজ হাতে খুনিদের খুন করবো, কিন্তু আমি করি নাই। আমি সব কষ্ট বুকে ধারণ করে, আমার মায়ের স্বপ্নপূরণ করেছি। মানুষের মতো মানুষ হওয়ার চেষ্টা করেছি। শিক্ষা গ্রহণ করে পিতা হত্যার বিচার, বঙ্গবন্ধু হত্যার বিচারের জন্য এজলাশে দাঁড়িয়েছি, মামলা পরিচালনা করেছি, সহযোগিতা করেছি।

আন্দোলনরত শিক্ষার্থীদের উদ্দেশে তাপস আরও বলেন, কোনো বহিরাগত যেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের গাড়ি পরিচালনা না করতে পারে সেই জন্য আমরা কঠোর ব্যবস্থা নেবো। আপনাদের কাছ থেকে যে দাবি এসেছে, আমি মেয়র হিসেবে, আপনাদের পিতাতুল্য হয়ে সরকারের উচ্চ পর্যায়ে দাবি আদায়ে ব্যবস্থা নেবো। ঢাকা শহরে নিরাপদ সড়ক হবে। ঢাকায় নিরাপদ সড়ক করতে আপনাদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে আমি কাজ করবো। পিতা হিসেবে আমি বলছি, আমি আমার সন্তানদের সঙ্গে আছি এবং থাকবো।

আরও পড়ুন: নটর ডেম শিক্ষার্থীদের নগর ভবন ঘেরাও

বাংলাদেশ সময়: ১৬৫৯ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০২১
আরকেআর/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।