ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

ড্যাপ প্রকল্প পরিচালকের সঙ্গে রিহ্যাবের বৈঠক

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৮ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০২১
ড্যাপ প্রকল্প পরিচালকের সঙ্গে রিহ্যাবের বৈঠক

ঢাকা: ঢাকা ডিটেইল্ড এরিয়া প্ল্যানের (ড্যাপ) ২০১৬-২০৩৫ বিষয়ে প্রকল্প পরিচালক মো. আশরাফুল ইসলামের সঙ্গে বৈঠক করেছেন রিয়েল এস্টেট হাউজিং অ্যাসোসিয়েশনের (রিহ্যাব) নেতারা।  

বৃহস্পতিবার (২৫ নভেম্বর) রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) কার্যালয়ে রিহ্যাব প্রেসিডেন্ট আলমগীর শামসুল আলামিনের (কাজল) নেতৃত্বে রিহ্যাব নেতারা বৈঠকে অংশ নেন।

বৈঠকে আরও অংশ নেন রিহ্যাবের ভাইস প্রেসিডেন্ট-৩ লায়ন শরীফ আলী খান, ভাইস প্রেসিডেন্ট (ফিন্যান্স) ইঞ্জি. মোহাম্মদ সোহেল রানা, পরিচালক প্রকৌশলী মো. আল-আমিন, মাসুদ মনোয়ার, প্রকৌশলী রতন কুমার দত্ত, মো. কামরুল ইসলাম এবং প্রকৌশলী এন এম নূর কুতুবুল আলমসহ অন্যান্য নেতারা।  

আলোচনায় রিহ্যাব প্রেসিডেন্ট আলমগীর শামসুল আলামিন (কাজল) বলেন, রাজধানীর ভবিষ্যৎ বাস্তবতাকে বিবেচনায় নিয়ে ডিটেইল্ড এরিয়া প্ল্যান (ড্যাপ) তৈরি করতে হবে। এজন্য রিহ্যাবের যৌক্তিক দাবি-দাওয়া ও বিষয়গুলো পর্যালোচনা করে আরও নির্ভুল ও জনবান্ধব ড্যাপ প্রণয়ন করার আহ্বান জানান তিনি।

ড্যাপের প্রকল্প পরিচালক মো. আশরাফুল ইসলাম বলেন, এই খাত সংশ্লিষ্ট স্টেক হোল্ডার ও বিভিন্ন পেশাজীবীদের মতামত, যৌক্তিক দাবি-দাওয়া পর্যালোচনা করে ড্যাপ চূড়ান্ত করা হবে।  

বাংলাদেশ সময়: ১৮৩৮ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০২১
এসই/জেএইচটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।