ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

পঞ্চগড়ে নদী বাঁচাতে স্বারকলিপি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০১ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০২১
পঞ্চগড়ে নদী বাঁচাতে স্বারকলিপি

পঞ্চগড়: ‘নদী হবে প্রবাহমান, দখল ও দূষণমুক্ত’– এ স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ নদী বাঁচাও আন্দোলনের ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।

এ উপলক্ষে বৃহস্পতিবার (২৫ নভেম্বর) দিনভর বিভিন্ন কর্মসূচি শেষে বিকেলে পঞ্চগড় জেলা প্রশাসক (ডিসি) জহুরুল ইসলামের কাছে ১৭ দফা দাবি সম্বলিত স্মারকলিপি দেন নেতা-কর্মীরা।

এ সময় উপস্থিত ছিলেন, নদী বাঁচাও আন্দোলন পঞ্চগড় জেলা শাখার সভাপতি একেএম ফজলে নূর, সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন ও আকতারন্নাহার সাকী।

স্বারকলিপি দেওয়া শেষে বাংলাদেশ নদী বাঁচাও আন্দোলনের নেতারা বলেন, নদীই বাংলাদেশের প্রাণ। নদী বাঁচলে দেশ বাঁচবে। তাই অবৈধ দূষণ ও দখলের হাত থেকে শহরের মধ্য দিয়ে প্রবাহিত নদ-নদীসহ জেলার অন্য সব নদীগুলোকে রক্ষা করতে হবে। নদী বাঁচাতে নদী, পানি ও পরিবেশের মধ্যে সমন্বয় সাধনসহ দ্রুত নদী জরিপ কাজ করা প্রয়োজন। তাই নদী বাঁচানোর জন্য প্রতিষ্ঠাবার্ষিকীর এদিনে আমরা পঞ্চগড় ডিসি বরাবর ১৭ দফা দাবিতে স্মারকলিপি দিয়েছি।

বাংলাদেশ সময়: ২০০০ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০২১
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।