ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

মুম্বাই হামলাকারীদের কখনোই ক্ষমা নয়: দোরাইস্বামী

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০১ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০২১
মুম্বাই হামলাকারীদের কখনোই ক্ষমা নয়: দোরাইস্বামী

ঢাকা: ভারতের মুম্বাইয়ের তাজ হোটেলে হামলায় নিহতদের স্মরণ করে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী বলেন, মুম্বাই হামলাকারীদের কখনোই ক্ষমা হবে না।  

শুক্রবার (২৬ নভেম্বর) টুইটারে তিনি মুম্বাই হামলার বার্ষিকী স্মরণ করেন।

তিনি টুইটারে লেখেন, ‘মুম্বাই হামলা কখনোই ভুলবো না। কখনোই ক্ষমা হবে না। পুনরায় কখনোই নয়। '

২০০৮ সালের ২৬ নভেম্বর মুম্বাইয়ের তাজ হোটেলে সন্ত্রাসী হামলায় ১৬৪ জন নাগরিক নিহত হন। হামলার পর পেরিয়ে গেছে ১২টি বছর। ভয়াবহ সেই ঘটনার ক্ষত, সেই রক্ত, সেই শোক আজও মোছেনি ভারতীয়দের মন থেকে, সন্ত্রাসবিরোধী শান্তিপ্রিয় মানুষের মন থেকে। প্রতিবছর এ দিনটিতে গভীর শোক ও শ্রদ্ধায় হতাহতদের স্মরণ করে বিশ্ববাসী। সবারই এক কথা, বিশ্বে শান্তি প্রতিষ্ঠিত হোক, সন্ত্রাস-জঙ্গিবাদ পদদলিত করে এগিয়ে যাক মানবতা।

প্রতি বছর ২৬ নভেম্বর হোটেল তাজ ও মুম্বাইয়ের অন্য জায়গাগুলোতে হামলায় নিহতদের শ্রদ্ধা জানাতে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়। চোখের জলে নিকটজনদের স্মরণ করেন নিহতদের স্বজনরা।

বাংলাদেশ সময়: ১০৫৮ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০২১
টিআর/এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।