ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

সিদ্ধিরগঞ্জে আগুনে দগ্ধ মামুনের মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪১ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০২১
সিদ্ধিরগঞ্জে আগুনে দগ্ধ মামুনের মৃত্যু

ঢাকা: নারায়নগঞ্জের সিদ্ধিরগঞ্জে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে লাগা আগুনে দগ্ধ তিনজনের মধ্যে মামুন (২৪) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

শুক্রবার (২৬ নভেম্বর) সকাল ৮টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবির পরিচর্যা কেন্দ্রে (আইসইইউ) তার মৃত্যু হয়।

তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ইনস্টিটিউটে জরুরি বিভাগের আবাসিক সার্জন ডা. এসএম আইউব হোসেন।

তিনি জানান, মামুনের শরীরের ৯৯ শতাংশই পুড়ে গেছে। তার অবস্থা খুবই শংকটাপন্ন ছিল। হাসপাতালে আনার সঙ্গে সঙ্গে তাকে আইসিইউতে নেওয়া হয়। শুক্রবার সকালে তার মৃত্যু হয়। এই ঘটনায় ৯৯ শতাংশ দগ্ধ নিয়ে পারভেজ (২৮) আইসিইউতে ও ৩০ শতাংশ দগ্ধ নিয়ে জীবন (২০) এইচডিইউতে ভর্তি রয়েছেন।

নিহতের ফুপাতো ভাই মো. সোহেল জানান, মামুনের বাড়ি লক্ষিপুর সদর উপজেলার আন্দারমানিক গ্রামে। তার বাবার নাম মোবারক আলী। অবিবাহিত মামুন লক্ষিপুর চন্দ্রগঞ্জের একটি দাখিল মাদরাসার আলেমের ছাত্র ছিলেন। অর্থাভাবে তিনমাস আগে তিনি নারায়ণগঞ্জে চাকরি নেন। সামনের মাসের ১৭ তারিখে ছুটিতে তার বাড়িতে যাওয়ার কথা ছিল। বৃহস্পতিবার (২৫ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে সিদ্ধিরগঞ্জে একটি বাসায় এই দগ্ধের ঘটনা ঘটে।  

দগ্ধদের সহকর্মী মো. রিয়াদ জানান, দগ্ধরা সবাই সিদ্ধিরগঞ্জ আদমজি এলাকার সাততলা বাসার চারতলায় মেসে থাকতেন। তিনজনই ইপিজেডে কাজ করেন। বৃহস্পতিবার সন্ধ্যায় কাজ শেষে বাসায় আসেন তারা। দরজা খুলে ইলেক্ট্রিক সুইচ চালু করতেই বিকট শব্দে ঘরের মধ্যে আগুন জ্বলে ওঠে। এতে তারা দগ্ধ হন। পরে তাদের উদ্ধার করে বার্ন ইনস্টিটিউটে নিয়ে আসা হয়।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বৃহস্পতিবার সন্ধ্যার দিকে ওই বাসায় বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুন লাগে। এতে তিন গার্মেন্টস কর্মী দগ্ধ হয়েছেন। তাদের বার্ন ইনস্টিটিউটে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১১৩৫ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০২১
এজেডএস/এমআরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।