ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

‘লায়লা হিজড়া স্মৃতি পদক- ২০২১’ পেলেন ময়ূরী 

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৩ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০২১
‘লায়লা হিজড়া স্মৃতি পদক- ২০২১’ পেলেন ময়ূরী 

‘লায়লা হিজড়া স্মৃতি পদক- ২০২১’ পেয়েছেন ময়ূরী হিজড়া। বৃহস্পতিবার (২৫ নভেম্বর ২০২১) সন্ধ্যায় ময়ূরীর হাতে পদক তুলে দেন সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক শেখ রফিকুল ইসলাম।

 

প্রধান অতিথির বক্তব্যে শেখ রফিকুল ইসলাম বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা হিজড়াদের সম্পত্তির অধিকার নিশ্চিত করেছেন, লিঙ্গ পরিচয়ও দিয়েছেন, এখন হিজড়া সন্তানরা যেন পরিবারের সঙ্গেই থাকতে পারে সেটা আমাদের নিশ্চিত করতে হবে। পরিবারিক নিরাপত্তা নিশ্চিত করা গেলে তাদের জীবনমান উন্নয়ন দ্রুত হবে বলেও মন্তব্য করেন তিনি।  

ট্রান্সজেন্ডার ও হিজড়া জনগোষ্ঠীর আত্ম-স্বীকৃতি, অধিকার রক্ষা এবং জীবনমান উন্নয়নে গুরত্বপূর্ণ অবদানের জন্য আরিফা ইয়াসমিন ময়ূরী (ময়ূরী হিজড়া)কে ‘লায়লা হিজড়া স্মৃতি পদক-২০২১’ দেওয়া হয়। ময়ূরী একজন সফল উদ্যোক্তা ও উন্নয়নকর্মী। জামালপুরে সিঁড়ি সমাজ কল্যাণ সংস্থা নামে তার সংগঠনের মাধ্যমে ট্রান্সজেন্ডার ও হিজড়া জনগোষ্ঠীর জন্য কাজ করেন তিনি। সেই সঙ্গে এই জনগোষ্ঠীর কর্মসংস্থানের জন্য হস্ত ও বস্ত্র কুঠির শিল্প গড়ে তুলেছেন ময়ূরী, যেখানে বর্তমানে তিন শতাধিক ট্রান্সজেন্ডার ও হিজড়া কর্মী কাজ করছে।

বাংলাদেশের ট্রান্সজেন্ডার ও হিজড়া জনগোষ্ঠীর স্বীকৃতি ও স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে, বিশেষ করে এইচআইভিএইডস্ প্রতিরোধে ৯০’র দশক থেকে আমৃত্যু সংগ্রাম করে গেছেন লায়লা হিজড়া। ২০০৮ সালে মারা যান তিনি। ট্রান্সজেন্ডার ডে অব রিমেমব্রেন্স উপলক্ষে ‘লায়লা হিজড়া স্মৃতিপদক ২০২১’ দেওয়ার আয়োজন করে বন্ধু সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি (বন্ধু)।  

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ফরেইন সার্ভিস অফিসার অব দ্য ডিপার্টমেন্ট অব স্টেট, মার্কিন দূতাবাস, বাংলাদেশের ড্যানিজে বাকম্যান এবং পুলিশ হেডকোয়ার্টারের পুলিশ সুপার মুহাম্মদ মোতাজ্জার হোসেন। স্মৃতিপদক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বন্ধু’র চেয়ারপারসন ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব আনিসুল ইসলাম হিরু। এই আয়োজনে বন্ধুর সঙ্গে ছিলেন সুস্থ জীবন, পদ্মকুঁড়ি হিজড়া সংঘ এবং ট্রান্সঅ্যান্ড।

বাংলাদেশ সময়: ১২২৪ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০২১ 
এসআইএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।