ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

গাজীপুরে ঝুট গুদামের আগুন নিয়ন্ত্রণে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৭ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০২১
গাজীপুরে ঝুট গুদামের আগুন নিয়ন্ত্রণে ছবি: বাংলানিউজ

গাজীপুর: সিটি করপোরেশনের দেওয়ালিয়াবাড়ী এলাকায় ঝুট গুদামের আগুন এক ঘণ্টায় নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিটের কর্মীরা।

শুক্রবার (২৬ নভেম্বর) বিকেল ৪টার দিকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।

ফায়ার সার্ভিস ও এলাকাবাসী জানায়, গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ী থানাধীন দেওয়ালিয়াবাড়ী এলাকায় প্রথমে একটি ঝুট গুদামে আগুন লাগে। পরে আশপাশের আরও ৩/৪টি গুদামে আগুন ছড়িয়ে পড়ে। পরে এলাকাবাসী আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। এক পর্যায়ে কালিয়াকৈর, কাশিমপুর ডিবিএল এবং জয়দেবপুর ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

আগুনে শান্তু মিয়া, খোকন মিয়া, আলমগীর হোসেন ও মাসুদের টিনশেডের তৈরি ঝুট গুদাম ও ঝুট মালামাল পুড়ে গেছে।

জয়দেবপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. তাশারফ হোসেন জানান, তাৎক্ষণিক আগুনের সূত্রপাত ও ক্ষতির পরিমাণ জানা যায়নি। আগুনের ঝুট মালামাল ও ৪টি গুদাম পুড়ে গেছে।

আরও পড়ুন >>> গাজীপুরে ঝুট গুদামে আগুন, নিয়ন্ত্রণে ৩ ইউনিট

বাংলাদেশ সময়: ১৯১৭ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০২১
আরএস/কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।