ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

১২ দিনেও খোঁজ মেলেনি আনিসুরের

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৪ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০২১
১২ দিনেও খোঁজ মেলেনি আনিসুরের আনিসুর রহমান।

ঢাকা: রাজধানীর উত্তরা থেকে আনিসুর রহমান (৩৮) নামের এক ব্যক্তি নিখোঁজ হয়েছেন বলে খবর পাওয়া গেছে।

আনিসুর বারিধারা ডিওএইচএস এলাকার আর্থ ফ্যাশন লিমিটেড বায়িং হাউজের কোয়ালিটি (কিউসি) ম্যানেজার।

গত ১৪ নভেম্বর রাতে অফিস থেকে বাসায় ফেরার পথে তিনি নিখোঁজ হন। এ ঘটনায় ১৮ নভেম্বর নিখোঁজ আনিসুরের স্ত্রী ফাতিহা ইয়াসমিন বাদী হয়ে উত্তরা পশ্চিম থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করেছেন। কিন্তু এরপর ১২ দিনেও কোনো সন্ধান মেলেনি আনিসুরের।

পুলিশ জানিয়েছে, নিখোঁজের পর আনিসুরের ব্যবহৃত মোবাইল ফোন ট্র্যাক করে সর্বশেষ অবস্থান উত্তরা ১০ নম্বর সেক্টর পাওয়া যায়। এরপর তার মোবাইলটি বন্ধ পাওয়া যায়। তবে পরদিন মোবাইলটি উত্তরা ৬ নম্বর সেক্টরে এক ব্যক্তির কাছ থেকে উদ্ধার করা হয়েছে।  

নিখোঁজের স্ত্রী ফাতিহা ইয়াসমিন বাংলানিউজকে বলেন, ১২ দিন হয়েছে আমার স্বামী নিখোঁজ। পুলিশ এখনও তার কোনো সন্ধান দিতে পারেনি। কি কারণে তিনি নিখোঁজ হয়েছেন—সেটিও জানা যায়নি। পুলিশের কাছে জানতে চাইলে তারা শুধু ‘তদন্ত চলছে’ বলে জানায়। বাসায় আমার দশ মাস বয়সী একটি ছেলে রয়েছে। আমরা কীভাবে দিন পার করছি বোঝাতে পারবো না।

তিনি আরও বলেন, আমার জানামতে তার (আনিসুর) কোনো শত্রু নেই। কারো সঙ্গে কোনো বিরোধ ছিল না। আমার দশ মাসের সন্তান তার বাবাকে খুঁজছে। ওকে নিয়ে একা আমি কিছুই করতে পারছি না। বিভিন্ন জায়গায় সন্ধান করেও সন্তানের বাবাকে পাচ্ছি না।

আনিসুরের নিখোঁজ সংক্রান্ত জিডিতে বলা হয়েছে—১৪ নভেম্বর সকাল ৮টার দিকে তুরাগ থানাধীন ১২/৯ জি বাউনিয়া এলাকার বাসা থেকে অফিসের উদ্দেশ্যে বের হন আনিসুর। অফিস শেষে বিকাল ৫টার দিকে উত্তরা ১০ নম্বর সেক্টরের ১৩ নম্বর রোডের ১৪ নম্বর বাড়িতে যান তিনি। সেখানে বন্ধু আজাদের সঙ্গে তার দেখা হয়। সেখান থেকে ওইদিন রাত সাড়ে ১২টার দিকে বাসায় যাওয়ার উদ্দেশ্যে রওয়ানা দেন আনিসুর। কিন্তু তিনি বাসায় ফেরেননি। তার ব্যবহৃত মোবাইলটিও বন্ধ পাওয়া যায়।

নিখোঁজ আনিসুরের উচ্চতা পাঁচ ফুট নয় ইঞ্চি। গায়ের রং কালো, শরীরের গঠন মাঝারি। নিখোঁজের দিন তার পরনে ছিল একটি লাল-সবুজ ফুল হাতা শার্ট ও জিন্স প্যান্ট।

এ বিষয়ে জিডির তদন্ত কর্মকর্তা ও উত্তরা পশ্চিম থানার উপ-পরিদর্শক (এসআই) বদরুল জামান বাংলানিউজকে বলেন, নিখোঁজ সংক্রান্ত অভিযোগের পর আমরা তদন্ত করে আনিসুর রহমানের ব্যবহৃত মোবাইলটি উত্তরা ৬ নম্বর সেক্টর থেকে উদ্ধার করেছি। যার কাছ থেকে উদ্ধার করা হয়, তিনি জানান ফোনটি বিক্রি করে দেওয়া হয়েছিল। নিখোঁজের সন্ধানে আমাদের তদন্ত চলছে।

বাংলাদেশ সময়: ১৯৪৪ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০২১
এসজেএ/এনএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।