ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

চিকিৎসাসেবায় সিলেটকে অন্যতম কেন্দ্রবিন্দুতে পরিণত করা হবে

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৩১ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০২১
চিকিৎসাসেবায় সিলেটকে অন্যতম কেন্দ্রবিন্দুতে পরিণত করা হবে ছবি: বাংলানিউজ

ঢাকা: সিলেটকে আধুনিক চিকিৎসাসেবার অন্যতম কেন্দ্রবিন্দুতে পরিণত করা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

শুক্রবার (২৬ নভেম্বর) সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের নবনির্মিত ১০তলা আউটডোর ভবন উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।

ড. মোমেন বলেন, প্রতিবছর বাংলাদেশের কয়েক লাখ মানুষ চিকিৎসার জন্য প্রতিবেশী দেশে যায়। এজন্য পর্যাপ্ত চিকিৎসাসেবা দিতে পারলে আমাদের বড় অংকের টাকা সাশ্রয় হবে।  

সিলেটে চিকিৎসাসেবার উন্নয়নে সরকারের গৃহীত বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের ১০তলা আউটডোর ভবন নির্মাণ সম্পন্ন হওয়ায় এ হাসপাতালের চিকিৎসাসেবা দেওয়ার সক্ষমতা অনেক বেড়ে গেলো।

তিনি আরও বলেন, সিলেট সদর হাসপাতালের ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের নির্মাণাধীন ৮তলা ভবন আগামী মে মাসের মধ্যেই শেষ হবে এবং তখন সিলেটের চিকিৎসাসেবা আরও বাড়বে।  

ইতোমধ্যে দ্বিতীয় ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নির্মাণের প্রয়োজনীয় প্রক্রিয়াও শুরু করা হয়েছে বলেও উল্লেখ করেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।  

এ সময় ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক, সিলেটের জেলা প্রশাসক (ডিসি), স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা এবং সিলেটের গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২২৩০ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০২১
টিআর/এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।