ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

‘বাংলাদেশকে শয়তানের হাত থেকে রক্ষা করতে হবে’

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৭ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০২১
‘বাংলাদেশকে শয়তানের হাত থেকে রক্ষা করতে হবে’

রংপুর: জাকের পার্টির চেয়ারম্যান মোস্তফা আমীর ফয়সল বলেছেন, বাংলাদেশকে শয়তানের হাত থেকে রক্ষা করতে হবে। ষড়যন্ত্রকারীদের হাত থেকে রক্ষা করতে হবে।

রক্ত চোষাদের হাত থেকে রক্ষা করতে হবে। স্বাধীনতাবিরোধীদের হাত থেকে রক্ষা করতে হবে।

শুক্রবার (১০ ডিসেম্বর) বিকেলে রংপুর শহরের কালেক্টরেট মাঠে রংপুর বিভাগীয় জাকের পার্টির ইসলামী সমাবেশে প্রধান অতিথির হিসেবে তিনি এ কথা বলেন। জাকের পার্টির প্রতিষ্ঠাতা বিশ্ব ওলী হযরত শাহ্সুফী খাজাবাবা ফরিদপুরী (কুঃছেঃআঃ) ছাহেবের আসন্ন মহাপবিত্র বিশ্ব উরস শরীফ-২০২২ দাওয়াত উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন- জাকের পার্টির সিনিয়র ভাইস চেয়ারম্যান ড. সায়েম আমীর ফয়সল।  

মোস্তফা আমীর ফয়সল বলেন, মহাজোট সরকার হঠানোর ষড়যন্ত্র হচ্ছে দেশে এবং দেশের বাইরে। তাই রাজনীতির আকাশে কালো মেঘের ঘনঘটা। ২০০৫-২০০৬ সালে জাকের পার্টি এসব ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে যেভাবে প্রতিরোধ গড়েছিল, প্রয়োজনে আবার সেভাবে জাকের পার্টি প্রতিরোধ গড়বে ইনশাআল্লাহ।

তিনি বলেন, জাকের পার্টি সুদৃঢ় ভিত্তির ওপর প্রতিষ্ঠিত। বিগত ৩০ বছরে জাকের পার্টির বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র হয়েছে। কিন্তু যারা ষড়যন্ত্র করেছে উল্টো তারাই ধ্বংস হয়েছে।  

সরকারকে আশ্বস্ত করে ফয়সল বলেন, যতোদিন জনগণের উন্নয়নে কাজ করবেন, ততদিন পাশে আছি।

সমাবেশে জাকের পার্টি চেয়ারম্যান শান্তিকামী সকলকে বিশ্ব ওলীর (কুঃছেঃআঃ) মহাপবিত্র বিশ্ব উরস শরীফ-২০২২ এর আমন্ত্রণ জানান।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন জাকের পার্টির ভারপ্রাপ্ত মহাসচিব শামীম হায়দার। সভাপতিত্ব করেন রংপুর বিভাগীয়  জাকের পার্টি সভাপতি আশরাফউজ্জামান।

বাংলাদেশ সময়: ২১০৫ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০২১
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।