ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

সিলেটে আগুনে পুড়ে বৃদ্ধার মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৫ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০২১
সিলেটে আগুনে পুড়ে বৃদ্ধার মৃত্যু ...

সিলেট: সিলেটে ঘুমন্ত অবস্থায় আগুনে পুড়ে তুরুন নেছা (৬২) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১৪ ডিসেম্বর) রাতে সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ভাদেশ্বরের মাশুরা গ্রামে এ ঘটনা ঘটে।

জানা গেছে, তুরুন নেছার একাই একটি ঘরে থাকতেন। মঙ্গলবার রাতে হঠাৎ করে বৃদ্ধার ঘরে আগুন লাগে। এ সময় প্রতিবেশীরা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন।

খবর পেয়ে গোলাপগঞ্জ দমকল বাহিনীর কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন এবং ঘরের ভেতর থেকে বৃদ্ধার পোড়া মরদেহ উদ্ধার করেন।

স্থানীয়দের বরাত দিয়ে দমকল বাহিনীর কর্মীরা জানান, বৈদ্যুতিক বাতির সঙ্গে কেরোসিনের বাতি জ্বালিয়ে রাখতেন। ধারণা করা হচ্ছে, ওই বাতি থেকেই আগুন বিছানায় লাগে। পরে সেটি ঘরে ছড়িয়ে পড়ে। ঘুমন্ত অবস্থায় বৃদ্ধা টের না পাওয়ায় তিনি ঘরের ভেতরে আগুনে পুড়ে মারা যান।

গোলাপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হারুনুর রশীদ চৌধুরী বাংলানিউজকে বলেন, খবর পেয়ে একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে নারীর পুড়ে যাওয়া মরদেহ উদ্ধার করে। তবে আগুন লাগার ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৫১৫ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০২১
এনইউ/কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।