ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

ফেরি স্বল্পতা, পারের অপেক্ষায় পাটুরিয়ায় গাড়ির দীর্ঘসারি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫২ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০২১
ফেরি স্বল্পতা, পারের অপেক্ষায় পাটুরিয়ায় গাড়ির দীর্ঘসারি

মানিকগঞ্জ: মহান বিজয় দিবস মিলিয়ে তিনদিন সরকারি ছুটি হওয়ায় দক্ষিণ-পশ্চিমাঞ্চলের প্রায় ২১ জেলার মানুষ ছুটছেন গ্রামের বাড়ির দিকে। আর এতে করে মানিকগঞ্জের শিবালয় উপজেলার পাটুরিয়া ঘাটে বাড়তি যানবাহনের চাপ পড়েছে।

এদিকে ঘাট এলাকায় যানবাহনের বাড়তি চাপ পড়ায় ফেরি পারের জন্য অপেক্ষমান যানবাহনের লাইন দীর্ঘ হচ্ছে। তাদের বেশ কিছু সময় অপেক্ষা করতে হচ্ছে।

বুধবার ( ১৫ ডিসেম্বর ) বিকেল সোয়া ৪ টার দিকে পাটুরিয়া ঘাটের যানবাহনের বাড়তি চাপের তথ্য নিশ্চিত করেছেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্পোরেশনের (বিআইডব্লিউটিসি ) পাটুরিয়া ঘাট শাখার বাণিজ্য বিভাগের সহকারী ব্যাবস্থাপক মহিউদ্দিন রাসেল।

তিনি জানান, পাটুরিয়ার দুটি ট্রাক ট্রার্মিনালে সাড়ে তিন শতাধিক ট্রাক এবং ওজন স্কেলের সামনে থেকে ফায়ার সার্ভিসের অফিস পর্যন্ত আরও দেড় শতাধিক ট্রাক পারের অপেক্ষায় রয়েছে। এছাড়া শতাধিক যাত্রীবাহী পরিবহন ও অর্ধ শতাধিক ছোট গাড়িও (প্রাইভেটকার) নৌপথ পারের অপেক্ষায় আছে।  

জানা যায়, পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুট দিয়ে প্রতিদিন কয়েক হাজার যানবাহন পারাপার হয়ে থাকে। তবে ফেরি স্বল্পতার জন্য ফেরি পারাপারে দুই দিন পর্যন্ত সাধারণ পণ্যবোঝাই ট্রাকগুলোকে অপেক্ষা করতে হয়। আর জরুরি পণ্য বোঝাই ট্রাকগুলো অগ্রাধিকার ভিত্তিতে পার করা হয় এবং দিনের বেলায় যাত্রীবাহী পরিবহনের চাপ থাকলে ওই সময় ট্রাক পারাপার বন্ধ রাখে কর্তৃপক্ষ।    

মহিউদ্দিন রাসেল আরও বলেন, বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) থেকে তিন দিন সরকারি ছুটি থাকায় মানুষ ও যানবাহনেরর বাড়তি চাপ পড়েছে ঘাট এলাকায়। এ জন্য বেশ কিছু সময় অপেক্ষা করে যানবাহনগুলোকে নৌপথ পার হতে হচ্ছে। বর্তমানে ছোট বড় মিলিয়ে ১৬টি ফেরি দিয়ে যানবাহন পার করা হচ্ছে। আপাতত এ সপ্তাহে ফেরির সংখ্যা বাড়ানোর কোনো চিন্তা আমাদের নেই, আগামী সপ্তাহে নতুন করে এক বা দুটি ফেরি যোগ হওয়ার কথা আছে।

বাংলাদেশ সময়: ১৬৫০ ঘণ্টা, ১৫ ডিসেম্বর ২০২১
এমএমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।