ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

বসুন্ধরার অর্থায়নে ৩ শতাধিক শীতার্তকে কম্বল দিল শুভসংঘ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৭ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০২১
বসুন্ধরার অর্থায়নে ৩ শতাধিক শীতার্তকে কম্বল দিল শুভসংঘ

পঞ্চগড়: বসুন্ধরা গ্রুপের অর্থায়নে ও কালের কণ্ঠ শুভসংঘের পঞ্চগড় জেলা শাখার আয়োজনে অসহায় শীতার্তদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। বুধবার (১৫ ডিসেম্বর) সকাল ১০টায় পঞ্চগড় চিনিকল উচ্চ বিদ্যালয় মাঠে তিন শতাধিক শীতার্তের মধ্যে এ কম্বল বিতরণ করা হয়।

কম্বল পেয়ে ৬১ বছরের বকুল বেগম বলেন, ঘরে কেউ নাই বাবা। একা থাকি, তাই নাতিনটারে নিয়ে আসছি একটা কম্বল নেওয়ার জন্য। আমার নাতিন কম্বলটা পাইয়া ব্যাপক খুশি।  

এ সময় উপস্থিত ছিলেন পঞ্চগড় জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) দীপঙ্কর রায়, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) এস এম শফিকুল ইসলাম, শুভসংঘের পরিচালক জাকারিয়া জামান, কালের কণ্ঠ জেলা প্রতিনিধি মো. লুৎফর রহমান, নিউজ২৪-এর জেলা প্রতিনিধি সরকার হায়দার, তাকবীর হোসাইন মান্না, শরীফ মাহ্দী আশরাফ জীবন, শাহ মো. হাসিবুর রহমান, রাশেদুল ইসলাম রাফিন, ফিরোজ আলম রাজিব, লিটন কুমার সিংহ, ইমরান নাজির, মো. নুর ইসলাম, সিরাজুল ইসলাম, মো. রাইসুল ইসলাম, জান্নাতুল মিরানা, শিউলি আক্তার প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৭২৯ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০২১
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।