ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

বাংলাদেশ-ভারত সম্পর্ক অন্য দেশের সঙ্গে তুলনীয় নয়: শ্রিংলা

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩০৩ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০২১
বাংলাদেশ-ভারত সম্পর্ক অন্য দেশের সঙ্গে তুলনীয় নয়: শ্রিংলা

ঢাকা: ভারতের পররাষ্ট্র সচিব হর্ষবর্ধন শ্রিংলা বলেছেন, বাংলাদেশ এবং ভারত অনেক ধরনের বন্ধনে আবদ্ধ, চীন বা অন্য কোনও দেশের সঙ্গে এই সম্পর্ক তুলনীয় নয়।  

বুধবার (১৫ ডিসেম্বর) রাজধানীর হোটেল সোনারগাওঁয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এ কথা বলেন।

রাজধানীর হোটেল সোনারগাওঁয়ে ভারতের রাষ্ট্রপতি রাম নাথ কোবিন্দের ঢাকা সফর নিয়ে সংবাদ সম্মেলন করেন ভারতের পররাষ্ট্র সচিব হর্ষবর্ধন শ্রিংলা। এ সময় আরও উপস্থিত ছিলেন ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী।

এক প্রশ্নের উত্তরে ভারতের পররাষ্ট্র সচিব হর্ষবর্ধন শ্রিংলা বলেন, যুক্তরাষ্ট্র, ভারত, অস্ট্রেলিয়া, জাপানের সমন্বয়ে গঠিত কোয়াডের সঙ্গে বাংলাদেশ সংযুক্ত হবে কি না, সেটা বাংলাদেশের বিষয়।

আর এক প্রশ্নের উত্তরে শ্রিংলা বলেন, সীমান্তের নানা সমস্যা নিয়ে আগামী ১৮ এবং ১৯ ডিসেম্বর বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) এবং ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) এর মহাপরিচালক পর্যায়ে বৈঠক অনুষ্ঠিত হবে।

অপর এক প্রশ্নের উত্তরে ভারতের পররাষ্ট্র সচিব বলেন, এবারের ঢাকা সফর বাংলাদেশের সরকারের আমন্ত্রণে এবং বিজয় উৎসব উপলক্ষে হওয়ায় ভারতের রাষ্ট্রপতি রাম নাথ কোবিন্দ এখানকার বিরোধী রাজনৈতিক দলগুলোর প্রতিনিধি কারও সঙ্গে দেখা করছেন না।

বাংলাদেশ সময়: ২৩০৩ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০২১
টিআর/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।